রানওয়ে থেকে পিছলে গেল মিগ-২৯কে যুদ্ধবিমান, আগুন
পানাজি: এবার দুর্ঘটনার কবলে নৌসেনার বিমান।
বুধবার, দুপুরে গোয়ার আইএনএস হানসা নৌ-ঘাঁটিতে নিয়মমাফিক উড়ানে যাওয়ার সময় রানওয়ে থেকে পিছলে গেল নৌসেনার মিগ-২৯কে যুদ্ধবিমান। আচমকা, আগুন ধরে যায় বিমানটিতে। তবে, পাইলটের কোনও ক্ষতি হয়নি।
নৌসেনার গোয়া অঞ্চলের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং (এফওসি) রিয়ার অ্যাডমিরাল পুনীত কে বহল জানান, উড়ানের সময় বিমানে কিছু যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। পাইলট নিরাপদ রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
[embed]https://twitter.com/ANI/status/948469729206808576[/embed]তিনি যোগ করেন, যান্ত্রিক গোলযোগের ফলে, বিমানটি আকাশে উ়ড়তে পারেনি। উল্টে তা রানওয়ের শেষ প্রান্তে চলে যায়। পাইলট কোনওমতে বিমানের মুখ বাঁদিকে ঘুরিয়ে রানওয়ে শেষপ্রান্ত থেকে মাত্র ১৫০ মিটার দূরে থামিয়ে দেন। বিমানে আগুন ধরে যায়। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।
প্রসঙ্গত, গত বছরই রুশ-নির্মিত মিগ-২৯কে যুদ্ধবিমানকে নৌসেনায় অন্তর্ভুক্ত করা হয়। সেই থেকে এই প্রথম এই মডেলের বিমান কোনও দুর্ঘটনার কবলে পড়ল। এদিকে, রানওয়েটি যে বিমানবন্দরে অবস্থিত, তা গোয়ার অসামরিক ডাবোলিম বিমামবন্দরের অংশও বটে।
যে সময় এই দুর্ঘটনাটি ঘটে, ঠিক তার ১০ মিনিট পর একটি অসামরিক বিমানের অবতরণের কথা ছিল। ফলে, কিছুক্ষণের জন্য বিমান চলাচল ব্যাহত হয়। পরে, তা ফের স্বাভাবিক হয়।