এক্সপ্লোর
Advertisement
সুরাতে পুলিশের সঙ্গে সংঘর্ষ পরিযায়ী শ্রমিকদের, ধৃত শতাধিক
হাজিরা শিল্পাঞ্চলে বেশ কয়েকটি বহুজাতিক সংস্থার কারখানা রয়েছে। চুক্তিভিত্তিক শ্রমিকরা মোরা গ্রামে বাড়িভাড়া নিয়ে থাকেন।
সুরাত: পরিযায়ী শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল গুজরাতের সুরাত। নিজেদের রাজ্যে ফিরিয়ে দেওয়ার দাবিতে সুরাতের হাজিরা শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিকরা মোরা গ্রামে রাস্তায় নামেন। শ্রমিকদের মধ্যে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশার ব্যক্তিরা ছিলেন। তাঁরা পুলিশকর্মীদের লক্ষ্যে করে পাথর ছুঁড়তে শুরু করেন। পুলিশকর্মীরাও লাঠিচার্জ করেন এবং কাঁদানে গ্যাসের শেল ফাটান। পাথরের ঘায়ে দুই পুলিশকর্মী সামান্য আহত হন। শতাধিক পরিযায়ী শ্রমিককে আটক করা হয়।
হাজিরা শিল্পাঞ্চলে বেশ কয়েকটি বহুজাতিক সংস্থার কারখানা রয়েছে। চুক্তিভিত্তিক শ্রমিকরা মোরা গ্রামে বাড়িভাড়া নিয়ে থাকেন। লকডাউনের সময়ও এই শিল্পাঞ্চলের কাজ পুরোপুরি স্তব্ধ হয়ে যায়নি। অনেক সংস্থাই মোরা গ্রামে থেকে যাওয়া কর্মীদের দিয়ে কাজ করাচ্ছে। তবে দেশের বিভিন্ন জায়গা থেকে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরে যাচ্ছেন দেখে হাজিরা শিল্পাঞ্চলের শ্রমিকরাও বাড়ি ফেরার দাবি জানান। পুলিশকর্মীরা তাঁদের আটকাতেই শুরু হয় সংঘর্ষ।
যুগ্ম পুলিশ কমিশনার ডি এন পটেল জানিয়েছেন, ‘ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, উত্তরপ্রদেশের শ্রমিকরা তাঁদের রাজ্যে ফিরে যেতে চাইছিলেন। পুলিশকর্মীরা তাঁদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাঁরা সহযোগিতা না করে পাথর ছুঁড়তে থাকেন। ১০০ জনকে আটক করা হয়েছে। প্রত্যেকের শারীরিক পরীক্ষা করা হচ্ছে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement