এক্সপ্লোর
কাশ্মীরের বান্দিপোরায় ফের সেনার সঙ্গে সংঘর্ষ, খতম ১ জঙ্গি
শ্রীনগর: ফের জম্মু-কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ। খতম ১ জঙ্গি। উত্তর কাশ্মীরের বান্দিপোরায় ভারতীয় জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। মারা পড়ে এক জঙ্গি।
গোয়েন্দা সূত্রে বান্দিপোরার আরাগাম গ্রামে জঙ্গিদের থাকার সুনির্দিষ্ট খবর পেয়ে এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী। তল্লাশির সময়ই জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। শুরু হয় গুলির লড়াই।এখনও পর্যন্ত এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে এক সেনা আধিকারিক জানিয়েছেন। এলাকা থেকে একটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে।জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলছে।মৃত জঙ্গির পরিচয় এবং সে কোন জঙ্গি গোষ্ঠীর সদস্য, তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত রবিবার উরির সেনা ঘাঁটিতে হামলার ২ দিন পর, ২০ সেপ্টেম্বর সোপিয়ানের কেল্লারে হামলা চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালায় সেনাবাহিনী। ১০-১২ রাউন্ড গুলি চলে। মৃত্যু হয় বেশ কয়েকজন জঙ্গির। গতকাল ফের উরি ও কূপওয়াড়ার নৌগামে সেনা-জঙ্গি সংঘর্ষ হয়। উরির লচ্ছীপুরায় ১০-১২ জন জঙ্গির সঙ্গে ভারতীয় সেনার গুলির লড়াই চলে। নৌগামে সেনা-জঙ্গি সংঘর্ষে এক জওয়ান নিহত হন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement