এক্সপ্লোর
রাজনাথের বৈঠকের প্রাক্কালে অনন্তনাগে পুলিশ দলের ওপর গুলিবৃষ্টি জঙ্গিদের, হত কনস্টেবল

শ্রীনগর: রাজনাথ সিংহের সফরের শুরুতেই অশান্তি কাশ্মীর উপত্যকায়। আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তা বাহিনীর শীর্ষকর্তাদের সঙ্গে যেখানে বৈঠক হওয়ার কথা, শনিবার সন্ধ্যায় সেখান থেকে মেরেকেটে এক কিমি দূরে পুলিশ দলের ওপর হামলা চালাল সন্ত্রাসবাদীরা। অনন্তনাগ বাসস্ট্যান্ডের কাছেই নির্বিচারে পুলিশ দলটির ওপর গুলিবৃষ্টি করে তারা। ইমতিয়াজ আহমেদ নামে এক কনস্টেবল প্রাণ হারান, আরেক কনস্টেবল সাবির আহমেদ জখম হন। আগামীকাল সিআরপিএফ কর্তাদের সঙ্গে নিরাপত্তা পরিস্থতি নিয়ে বৈঠক করবেন রাজনাথ। আচমকা তার প্রাক্কালে সন্ত্রাসবাদী হামলা ঘটে যাওয়ায় নিশ্ছিদ্র নিরাপত্তার আয়োজন করা হচ্ছে। এলাকাটি ঘিরে ফেলে হামলাকারীদের সন্ধানে অভিযান চলছে। চারদিনের জম্মু ও কাশ্মীর সফরের প্রথম দিনে রাজনাথ শ্রীনগরে দেখা করেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে। এদিন নয়াদিল্লি থেকে শ্রীনগর রওনা হওয়ার আগে রাজনাথ ট্যুইট করেন, খোলা মন নিয়ে যাচ্ছি, জম্মু ও কাশ্মীরের সমস্যা নিরসনে আমাদের সাহায্য করতে পারেন, এমন সবার সঙ্গেই কথা বলতে আগ্রহী আমি। তাঁর অফিসিয়াল ট্যুইটারে হ্যান্ডলে জানানো হয়, প্রধানমন্ত্রীর উন্নয়ন প্যাকেজ কতদূর বাস্তবায়িত হয়েছে, সে ব্যাপারে রিভিউ বৈঠকে পৌরহিত্য করবেন তিনি।
I am going there with an open mind and I am willing to meet anyone who will help us in finding solutions to problems facing J&K.
— Rajnath Singh (@rajnathsingh) September 9, 2017
তাঁকে এদিন শ্রীনগর বিমানবন্দরে স্বাগত জানান উপমুখ্যমন্ত্রী নির্মল সিংহ, রাজ্য প্রশাসনের পদস্থ অফিসাররা। রাজনাথ অনন্তনাগ, জম্মু ও রাজৌরিও যাবেন, সেখানকার নাগরিক সমাজ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলির প্রতিনিধি, বনিক মহলের কর্তাদের সঙ্গেও বৈঠক করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারের স্বাধীনতা দিবসের ভাষণে গালি, গুলি নয়, কাশ্মীরীদের বুকে টেনে নেওয়ার কথা বলেছেন। সম্ভবত, তারই অঙ্গ হিসাবে রাজনাথ এই সফরে সেখানকার নানা গোষ্ঠীর মন বুঝতে চাইছেন। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















