‘পরিত্রাণ পেতে’ প্রথম পক্ষের ৪ বছরের মেয়েকে গরম কড়ায় বসিয়ে দিল মা!
হায়দরাবাদ: ‘পরিত্রাণ পেতে’ প্রথম পক্ষের চার বছরের শিশুকন্যাকে গরম কড়ায় ফেলে দেওয়ার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি শিশুটি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশে।
শিশুটির মা এম ললিতা এবং তাঁর দ্বিতীয় পক্ষের স্বামী ওয়াই প্রকাশকে গ্রেফতার করেছে পুলিশ। খবরে প্রকাশ, শিশুটি হল মহিলার প্রথম পক্ষের সন্তান।
গত কয়েক মাস ধরে ললিতা ও প্রকাশ অন্ধ্রপ্রদেশের এস আর নগরের একটি হোস্টেলে যথাক্রমে রাঁধুনী ও ওয়াচম্যান হিসেবে কাজ করছে।
ঘটনার পর, ললিতা ও প্রকাশ শিশুটিকে নিয়ে যায় মহিলা ও শিশু সহায়ক কেন্দ্রে। অভিযোগ, সেখানে তারা দাবি করে, শিশুটি রাস্তার ধারে পরিত্যক্ত পড়ে ছিল।
কিন্তু, খতিয়ে দেখে স্বেচ্ছাসেবী সংগঠন জানতে পারে, ওই দম্পতিই শিশুটিকে অত্যাচার করত। কারণ, তারা শিশুটির থেকে ‘পরিত্রাণ পেতে’ চেয়েছিল। এর জন্য, নিজের মেয়েকে গরম কড়াইয়ের ওপর বসিয়ে দেয় ললিতা।
পুলিশ জানতে পারে, শিশুটির বাবাকে ডিভোর্স দিয়ে প্রকাশকে বিয়ে করেন ললিতা। ঘটনাটি চার-পাঁচদিন আগে ঘটেছে। স্বেচ্ছাসেবী সংগঠনের অভিযোগ পেয়ে মহিলা ও তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।