এক্সপ্লোর
শিক্ষকের বিরুদ্ধে দলিত নাবালিকা হ্যান্ডবল খেলোয়াড়কে একাধিকবার ধর্ষণের অভিযোগ

কোটা: দু বছর ধরে বেশ কয়েকবার নাবালিকা দলিত হ্যান্ডবল খেলোয়াড়কে ধর্ষণ করার অভিযোগ উঠল রাজস্থানের একটি স্কুলের শারীরশিক্ষার শিক্ষকের বিরুদ্ধে। অবশেষে পুলিশে অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা। অভিযুক্ত শিক্ষক আবদুল হানিফের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা, পকসো এবং তফশিলী জাতি ও উপজাতি আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে তাঁকে এখনও গ্রেফতার করা হয়নি। বারান জেলার মংরোল শহরের মহিলা থানার সার্কেল ইনচার্জ রাম সিংহ মীনা বলেছেন, নির্যাতিতা গত দু বছর ধরে স্কুলের হয়ে হ্যান্ডবল খেলছে। সে অভিযোগ করেছে, খেলার জন্য বিভিন্ন শহরে নিয়ে গিয়ে হোটেলের ঘরে তাকে ধর্ষণ করেছেন শিক্ষক। তিনি ভুয়ো পরিচয়পত্র দিয়ে নির্যাতিতাকে হোটেলে ঘর নিতে বাধ্য করতেন। অন্তত সাত-আটবার ধর্ষণ করা হয়েছে তাকে। শনিবার বারান জেলারই একটি হোটেলে তাকে নিয়ে যান আবদুল। এরপরেই পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতা। তাকে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছে সে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















