এক্সপ্লোর
ম্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের মহিলা শৌচাগার থেকে উদ্ধার মোবাইল ক্যামেরা

মেঙ্গালুরু: ম্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হোস্টেলের শৌচাগার থেকে উদ্ধার মোবাইল ক্যামেরা। তদন্তের জন্য ফোনটি বেঙ্গালুরুর অপরাধ দমন শাখার কাছে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ক্যামেরায় বেশ কিছু ছবি এবং দুটি ভিডিও উঠেছে। ভিডিও দুটি ১৫ এবং ৩০ মিনিটের। ফোনটি বেঙ্গালুরু পুলিশের কাছে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গোটা ঘটনাটি প্রকাশ্যে আসে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং-এর সময়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কয়েকজন ছাত্রী ও হোস্টেল কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















