এক্সপ্লোর
মোবাইল স্টোর উদ্বোধনে সানি, কোচিতে অবরুদ্ধ রাস্তা, মামলা পুলিশের

কোচি:বলিউড অভিনেত্রী সানি লিওনকে এক ঝলক দেখতে কেরলের কোচিতে ভিড় উপচে পড়েছিল। এসেছিলেন হাজার হাজার মানুষ। ফলে বেশ কয়েক ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়েছিল শহরের একটি গুরুত্বপূর্ণ রাস্তা।বন্ধ হয়ে যায় যান চলাচল। এই ঘটনায় একটি মোবাইল স্টোরের মালিক ও আরও ১০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। গতকাল কোচির এমজি রোডের ওই মোবাইল স্টোরের উদ্বোধনের জন্য গিয়েছিলেন সানি। সেখানে ভিড় সামলাতে হিমশিম খেয়ে যায় পুলিশ। সানি অবশ্য নিজের এই জনপ্রিয়তা দেখে যারপরনাই খুশি। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে অনুরাগীদের ভিড়ের একটি ভিডিও পোস্ট করে তাঁর উচ্ছ্বাসের কথা জানিয়েছেন সানি। তিনি লিখেছেন, বলার মতো কোনও ভাষা নেই। কোচির মানুষকে ধন্যবাদ জানানোর মতো শব্দ তিনি খুঁজে পাচ্ছেন না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















