(Source: ECI/ABP News/ABP Majha)
২০১৯ নির্বাচনে একা হাতে মোদীকে হারানো সম্ভব নয়, কংগ্রেসকে মহাজোট গড়তে হবে, দাবি মণিশঙ্করের
নয়াদিল্লি: ২০১৯ লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে হারাতে হলে, একা-হাতে তা সম্ভব নয়। কংগ্রেসকে অন্য দলের সঙ্গে মহাজোট গড়তে হবে। এমনটাই মনে করেন দলের প্রবীণ নেতা মণিশঙ্কর আইয়ার।
বৃহস্পতিবার এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, রাজনৈতিক ময়দানে টিকে থাকতে হলে কংগ্রেসকে নিজেদের কৌশল ও সংগঠনকে ঢেলে সাজানোর বিষয়ে নিয়ে নতুন করে ভাবনাচিন্তা করতে হবে।
কংগ্রেস নেতা যোগ করেন, দলে প্রভাবশালী আঞ্চলিক নেতা তৈরি না হওয়ার ফলেই একের পর এক নির্বাচনে পরাজয়ের সম্মুখীন হতে হচ্ছে। এই প্রসঙ্গে, ক্যাপ্টেন অমরিন্দর সিংহের কথা উল্লেখ করে তিনি বলেন, শক্তিশালী আঞ্চলিক নেতা কী করতে পারে, তা দেখিয়ে দিয়েছে পঞ্জাব।
আইয়ারের মতে, কেউ কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধীর জায়গা নিতে পারবে না। কিন্তু, একইসঙ্গে দলে তরুণ প্রজন্মকে আরও বেশি করে অন্তর্ভুক্ত করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একা হাতে হারানোর কথা কোনও মুর্খই বলতে পারে।