এক্সপ্লোর
Advertisement
টেলিভিশনের উপর নজরদারি নিয়ে মোদী সরকারকে খোঁচা কংগ্রেসের
নয়াদিল্লি: দর্শকরা কোন চ্যানেল দেখছেন সেটার উপর নজরদারি চালানোর জন্য সেট-টপ বক্সে বিশেষ চিপ লাগানোর প্রস্তাব নিয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ করল কংগ্রেস। ট্যুইটারে তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানিকে কটাক্ষ করে কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা লিখেছেন, ‘এবার নজরদারি সরকার। গোপনীয়তার অধিকার ভেঙে খানখান করে দেওয়া হচ্ছে। আপনাদের অনুমতি না নিয়েই শোবার ঘরে চার দেওয়ালের মধ্যে টিভিতে কী দেখেন, সেটা জানতে চান স্মৃতি ইরানি। কেন?’
নতুন টেলিভিশন সেট-টপ বক্সগুলিতে একটি চিপ লাগানোর প্রস্তাব দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। এর কারণ হিসেবে দাবি করা হয়েছে, দর্শকরা কতক্ষণ ধরে কোন চ্যানেল দেখছেন, সে বিষয়ে প্রামাণ্য তথ্য পাওয়ার জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে কোন চ্যানেলগুলি বেশি জনপ্রিয়, সেটা জানা যাবে এবং সেই অনুযায়ী সরকারি বিজ্ঞাপন দেওয়া হবে। যদিও বিরোধীরা এই ব্যাখ্যা মানতে নারাজ। তাদের দাবি, মানুষের উপর নজরদারি চালাতে চাইছে মোদী সরকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
Advertisement