এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
আর নয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আসছে ১৫ বছরের ভিশন ডকুমেন্ট
![আর নয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আসছে ১৫ বছরের ভিশন ডকুমেন্ট Modi Govt Set To Replace Nehrus Five Year Plans With 15 Year Vision Documents আর নয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আসছে ১৫ বছরের ভিশন ডকুমেন্ট](https://static.abplive.com/abp_images/426909/thumbmail/Jawahar-Lal-Nehru.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: যোজনা কমিশনের দিন গেছে। এসেছে নীতি আয়োগ। এবার পঞ্চবার্ষিকী পরিকল্পনার বদলে ১৫ বছরের ভিশন ডকুমেন্ট আনতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। এর কাজ হবে দেশের সামাজিক উন্নতির দিকে নজর রাখা, একইসঙ্গে নিশ্চিত করা উন্নয়নের গতি।
নীতি আয়োগ হাত দিয়েছে ভিশন ডকুমেন্ট তৈরির কাজে। সর্বশেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনার (২০১২-১৭)মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর। তারপর শুরু হবে ভিশন ডকুমেন্টের কাজ। সর্বোচ্চ পর্যায়ে ইতিমধ্যেই এই প্রকল্প ছাড়পত্র পেয়েছে।
২০১৭-১৮ থেকে কাজ শুরু করবে প্রথম ১৫ বছরের পরিকল্পনা। শুরু হবে ন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্ডা দিয়ে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও প্রতিরক্ষাও জায়গা পাবে এর মধ্যে। দীর্ঘমেয়াদি উন্নয়নের সূচি বাস্তবায়নের জন্য নানা প্রকল্পে হাত দেবে ভিশন ডকুমেন্ট। ন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্ডা ৩ বছর অন্তর অন্তর পর্যালোচনা করা হবে।
১৯৫১-য় জওহরলাল নেহরুর আমলে দেশের উন্নয়নের কথা মাথায় রেখে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়। এখনও পর্যন্ত বাস্তবায়িত হয়েছে এমন ১২টি পরিকল্পনা। তবে বর্তমান পরিস্থিতিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও যোজনা কমিশন- দুটোই গুরুত্বহীন হয়ে পড়েছে বলে মনে করছে কেন্দ্র।
আরও পড়ুন মোদীর ডাকা নীতি আয়োগের বৈঠকে যোগ দিলেন না মমতা, ক্ষতি হবে বাংলার, মন্তব্য রাহুল সিংহের
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)