কৃষক-মুক্ত ভারত চায় মোদী সরকার, কটাক্ষ জ্যোতিরাদিত্যর
নয়াদিল্লি: কৃষক হত্যা ও আত্মহত্যার ঘটনায় বিজেপি-শাসিত কেন্দ্র ও মধ্যপ্রদেশ সরকারের তীব্র সমালোচনা করল কংগ্রেস। দলের অভিযোগ, ‘কৃষক-মুক্ত ভারত’ করতে উদ্যত মোদী সরকার।
এদিন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, ২০১৪ সালে বিজেপি এই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল যে, কৃষকরা ন্যূনতম মূল্য—যা উৎপাদন খরচের ৫০ শতাংশ পাবেন। কিন্তু, এই মূল্য ক্রমশ হ্রাস পাচ্ছে বলে দাবি করেন তিনি।
সম্প্রতি, মান্দসৌরে আন্দোলনরত কৃষকদের ওপর পুলিশের গুলি চালনার অভিযোগ উঠেছে। তাতে পাঁচ কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এই প্রেক্ষিতে এদিন শিবরাজ সিংহ চৌহানের নেতৃত্বাধীন মধ্যপ্রদেশ সরকারকে তীব্র আক্রমণ করেন জ্যোতিরাদিত্য। তাঁর দাবি, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ কৃষকদের ঋণ মকুব করলেও, সেই পথে হাঁটেনি মধ্যপ্রদেশ সরকার।
সিন্ধিয়া, যিনি মধ্যপ্রদেশের বাসিন্দা এদিন একসুরে কেন্দ্রকেও আক্রমণ করেন। বলেন, শিল্পপতিদের ঋণ মকুব করলেও, মোদী সরকার কৃষকদের ঋণ মকুবের পথে হাঁটছে না। কংগ্রেস সাংসদের মতে, একদিকে কৃষকরা আত্মহত্যা করছে আর মোদী সরকার নীরব দর্শক হয়ে রয়েছে।
মোদী সরকারকে কৃষক-বিরোধী উল্লেখ করে তাঁর অভিযোগ, এই সরকার কৃষক-মুক্ত ভারত গড়তে চায়। তিনি বলেন, এই সরকারের প্রতিশ্রুতি ও কাজের মধ্যে বিস্তর ফারাক রয়েছে।