এক্সপ্লোর
উন্নয়নের কাছে হারবে পরিবারতন্ত্রের রাজনীতি, গাঁধীনগরের জনসভায় মোদী

আমদাবাদ: কংগ্রেস তাঁকে এবং অমিত শাহকে গ্রেফতার করতে চেয়েছিল বলে দাবি করলেন নরেন্দ্র মোদী। গুজরাত সফরে গিয়ে জনসভায় মন্তব্য করলেন প্রধানমন্ত্রী। নেহরু-গাঁধী পরিবার গুজরাত, গুজরাতিদের পছন্দ করে না বলেও জানান মোদী। গুজরাতে সামনেই বিধানসভা ভোট। দিনক্ষণ ঘোষিত হয়নি এখনও। তার প্রাক্কালে সম্ভবত শেষ রাজ্য সফরে গিয়ে প্রধানমন্ত্রী তোপ দাগেন কংগ্রেসকে। বিজেপি সভাপতি অমিত শাহের আবার দাবি, গুজরাত বিধানসভা ভোটে ১৫০ বেশি আসন পাবেন তাঁরা। এদিন প্রধানমন্ত্রী গুজরাত বিধানসভা ভোটের প্রচারের সূচনা করেন। গাঁধীনগরের কাছে ভাত গামে গুজরাত গৌরব মহা সম্মেলনেও যাবেন তিনি। গাঁধীনগরের জনসভায় তিনি কংগ্রেসকে উন্নয়নের ইস্য়ু সামনে রেখে ভোটে লড়ারও চ্যালেঞ্জ জানান। সনিয়া গাঁধী, রাহুল গাঁধীকে খোঁচা দিয়ে উন্নয়নের কাছে পরিবারতন্ত্রের রাজনীতির পরাজয় হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। কংগ্রেসকে তীব্র আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, নেতিবাচক ভাবনায় চলছে ওরা, ইতিবাচক ভাবনাচিন্তার ক্ষমতাই হারিয়ে ফেলেছে। সেজন্যই ওদের এমন বেহাল দশা! দুটি রুট থেকে ১৫ দিনের গুজরাত গৌরব যাত্রার আয়োজন করা হয়েছিল। একটি শুরু হয় কামারসাদ থেকে, অপরটি পোরবন্দর থেকে। সেই যাত্রার পরিসমাপ্তি উপলক্ষ্যেই আয়োজিত সমাবেশে কংগ্রেসকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। এই সমাবেশ সফল করতে প্রায় ১০ হাজার দলীয় কর্মীকে নামিয়েছে গুজরাত বিজেপি। গতকালই মোদী বেশ কয়েকটি ট্যুইট করেন। সেগুলির একটিতে তিনি লেখেন, বিজেপিকে কয়েক দশক ধরে আশীর্বাদ করছেন যে গুজরাতি জনগণ, তাঁদের কাছে মাথা নত করছি। প্রতিটি গুজরাতির স্বপ্ন, কামনা আমরা শক্তি, উত্সাহের সঙ্গে পূরণ করব আমরা। মোদী এও বলেন, বিজেপি কোনও পরিবারের দল নয়, কর্মীদের পার্টি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
বাংলাদেশ
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের






















