এক্সপ্লোর
ফলোয়ারকে মোদীর ট্যুইট ভাইরাল, ৬০০০ রিট্যুইট

নয়াদিল্লি: ফের সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুদিন আগেই এক ভক্তের আবদার মেনে ঘণ নীল রঙের শাল উপহার দিয়েছিলেন তিনি। এবার এক ফলোয়ারের ট্যুইটের জবাবে মোদী যে ট্যুইট করলেন তা ভাইরাল হয়ে গিয়েছে। গুরগাঁও-র অজীত সিংহ নামে এক ব্যক্তি মোদীকে ট্যাগ করে ট্যুইট করেছিলেন যে, 'একবার আমার এক ফলোয়ার আমাকে প্রশ্ন করেছিলেন, তুমি কি মোদীর হয়ে কাজ কর? আমি হেসে উত্তর দিয়েছিলাম যে, না, মহাশয়, তিনি আমার জন্য কাজ করেন'। ওই ফলোয়ারের এই মজাদার ট্যুইটের জবাবে মোদী রিট্যুইট করে বলেন, 'একেবারেই ঠিক। প্রত্যেক ভারতীয়র প্রধান সেবক হতে পেরে আমি গর্বিত'।
প্রধানমন্ত্রীর এই ট্যুইটটি ৬০০০ বার রিট্যুইট হয়েছে।Absolutely. Happy to be the Pradhan Sevak for each and every Indian. https://t.co/BEreA1GNVJ
— Narendra Modi (@narendramodi) March 14, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















