এক্সপ্লোর
১৩ বছর পর ভারতের রেটিং বাড়ালো মুডিজ, বলল, বৃদ্ধি আসবে জিএসটি, নোটবাতিলের মত আর্থিক সংস্কারের হাত ধরে
নয়াদিল্লি: দীর্ঘ ১৩ বছর পর ভারতের ক্রেডিট রেটিং এক ধাপ বাড়িয়ে বিএএ২ করল মার্কিন রেটিং সংস্থা মুডিজ। তারা বলেছে, যে সব আর্থিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার ঘটেছে তার মাধ্যমেই আর্থিক বৃদ্ধি আসবে।
২০০৪ সালে শেষবার মুডিজ ভারতের রেট আপগ্রেড করে বিএএ৩ করে। বিএএ৩ হল বিনিয়োগের নিম্নতম ধাপ, জাঙ্ক স্ট্যাটাসের ঠিক একধাপ আগে। ২০১৫-য় রেটিং আউটলুক পজিটিভ থেকে কমিয়ে স্টেবল করে তারা। এবার আবার সেই আউটলুক স্টেবল থেকে বাড়িয়ে পজিটিভ করেছে।
যদিও আন্তর্জাতিক এই রেটিং এজেন্সি সাবধান করেছে যে, আকাশছোঁয়া ঋণ দেশের আর্থিক উন্নতির পক্ষে বাধা হয়ে দাঁড়াতে পারে।
মুডিজ বলেছে, নোটবাতিল, নন পারফর্মিং লোনকে ব্যাঙ্কিং ব্যবস্থায় আবার ফিরিয়ে আনার জন্য নেওয়া ব্যবস্থা, বায়োমেট্রিক অ্যাকাউন্টের আধার ব্যবস্থা ও ভর্তুকি গ্রাহকদের অ্যাকাউন্টে সরাসরি ভর্তুকির টাকা পৌঁছে দেওয়ার মত একাধিক পদক্ষেপ করে দেশের অর্থনীতির ভার অনেকটাই কমিয়েছে নরেন্দ্র মোদী সরকার। জিএসটির ফলে আন্তঃরাজ্য বাণিজ্যের নানা বাধা কমে উৎপাদনশীলতা বাড়বে বলে আশাপ্রকাশ করেছে তারা। মুডিজ মনে করছে, এই আর্থিক সংস্কারের ফলে সঙ্কটজনক আর্থিক পরিস্থিতিতেও দেশের সামনে খুব একটা সমস্যা হবে না, বরং ঋণের পরিমাণ কমবে।
মুডিজ বলেছে, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের দিক থেকে সরকার এখন মাঝপথে। এখনও অনেক গুরুত্বপূর্ণ সংস্কারের ব্লু প্রিন্ট সবে ছকা হচ্ছে। কিন্তু যে সব সংস্কার ইতিমধ্যেই হয়েছে, তার ফলে ব্যবসার পরিবেশের উন্নতি হবে, উৎপাদন বাড়বে, বিদেশি ও ঘরোয়া বিনিয়োগ বাড়বে ও সর্বোপরি, আর্থিক বৃদ্ধি হবে লাগাতার।
তবে জিএসটি ও নোটবাতিলের মত যে সব সংস্কারমূলক পদক্ষেপ করা হয়েছে, সেগুলির সুফল পেতে আরও কিছুটা সময় লাগবে বলে মনে করছে মুডিজ। সাময়িকভাবে এই সব পদক্ষেপ বৃদ্ধির গতি কমিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেছে তারা। ২০১৮-র মার্চ পর্যন্ত আর্থিক বছরে ডিজিপি ৬.৭ শতাংশ হারে বাড়বে, তবে যাবতীয় সাময়িক বাধা কেটে গেলে আগামী অর্থবর্ষে জিডিপি ৭.৫ শতাংশ হারে বাড়বে বলে মুডিজ আশাপ্রকাশ করেছে।
দীর্ঘমেয়াদিভাবে বিএএ রেটেড বহু দেশের থেকে ভারতের বৃদ্ধি অনেক বেশি হারে হবে বলে মন্তব্য করেছে তারা।
গুজরাত ভোটের আগে মুডিজের এই রেটিং বৃদ্ধিকে স্বাভাবিকভাবেই স্বাগত জানিয়েছে বিজেপি। দলীয় সভাপতি অমিত শাহ থেকে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল- সকলে বলেছেন, মোদী সরকারের সবকা সাথ, সবকা বিকাশের সুফল এই রোটিংয়ে ধরা পড়েছে।
[embed]https://twitter.com/AmitShah/status/931360087377088512?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Findia%2Fmoodys-upgrades-indias-rating-after-gap-of-13-years-gives-thumbs-up-to-gst-1579503.html[/embed]
[embed]https://twitter.com/PiyushGoyal/status/931350887905161216?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Findia%2Fmoodys-upgrades-indias-rating-after-gap-of-13-years-gives-thumbs-up-to-gst-1579503.html[/embed]
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ক্রিকেট
Advertisement