মিথ্যে ধর্ষণ মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে ‘ব্ল্যাকমেল’, চক্র ফাঁস, ধৃত মা-মেয়ে সহ ৪
করনাল (হরিয়ানা): ভুয়ো ধর্ষণ মামলায় ফাঁসিয়ে বিভিন্ন ব্যক্তিদের ব্ল্যাকমেল করে তাঁদের থেকে টাকা আদায় করার চক্র ফাঁস হরিয়ানায়। ধৃত মা-মেয়ে সহ চার।
খবরে প্রকাশ, অভিযুক্তরা হল রাজনন্দিনী, তার মেয়ে নেহা এবং দুই পুরুষ সদস্য জীবন ও রাহুল। চারজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃতরা বিভিন্ন লোকজনকে মিথ্যে ধর্ষণের মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে তাঁদের থেকে মোটা টাকা আদায় করত। ধৃতদের থেকে একটি আই-ফোন, চারটি সই করা ব্যাঙ্ক চেক, একটি হন্ডা অ্যাক্টিভা স্কুটার এবং একটি মারূতি অল্টো গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া প্রায় তিন লক্ষ টাকা নগদও উদ্ধার হয়েছে।
কীভাবে ফাঁস হল এই চক্র? পুলিশ জানিয়েছে, এই চক্রের এক শিকার হলেন কুটেল গ্রামের বাসিন্দা কৃষাণ কুমার নামে এক পশু-চিকিৎসক। সম্প্রতি তিনি অভিযোগ করেন, তাঁকে জালে ফাঁসিয়েছে নেহা। তিনি জানান, ওই চক্র তাঁর থেকে ২৫ লক্ষ টাকা চেয়েছে। টাকা না দিলে, তাঁকে মিথ্যে ধর্ষণের মামলায় জড়িয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়।
গোটা বিষয়টি গ্রাম পঞ্চায়েতকে জানালে, তারা কৃষাণকেই দোষী সাব্যস্ত করে নেহাকে তিন লক্ষ টাকা দেওয়ার রায় দেয়। এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই পশু-চিকিৎসক। পুলিশ তদন্ত শুরু করে। ধীরে ধীরে এই চক্রের পর্দা ফাঁস হয়। শনিবার ধৃতদেন আদালতে পেশ করা হলে চারজনকেই জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।