এক্সপ্লোর
Advertisement
কোভিড ১৯ রোগীদের চিকিত্সার জন্য প্লাজমা দানে অনুগামীদের কাছে আর্জি মৌলানা সাদের
কোভিড ১৯ রোগীদের চিকিত্সার জন্য প্লাজমা দান করতে অনুগামীদের কাছে আর্জি নিজামুদ্দিন মারকাজের প্রধান মৌলানা সাদ কান্ধালভির। সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাত্কারে সাদ বলেছেন, 'আমি জানতে পেরেছি যে, কিছু কিছু ক্ষেত্রে কোভিড ১৯-এ আক্রান্তদের মধ্যে যাঁরা সেরে উঠেছেন, তাঁরা প্লাজমা দান করলে তা অন্যদের দ্রুত সেরে ওঠার ক্ষেত্রে সহায়ক হয়'।
নয়াদিল্লি: কোভিড ১৯ রোগীদের চিকিত্সার জন্য প্লাজমা দান করতে অনুগামীদের কাছে আর্জি নিজামুদ্দিন মারকাজের প্রধান মৌলানা সাদ কান্ধালভির। সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাত্কারে সাদ বলেছেন, 'আমি জানতে পেরেছি যে, কিছু কিছু ক্ষেত্রে কোভিড ১৯-এ আক্রান্তদের মধ্যে যাঁরা সেরে উঠেছেন, তাঁরা প্লাজমা দান করলে তা অন্যদের দ্রুত সেরে ওঠার ক্ষেত্রে সহায়ক হয়'।
অনুরাগীদের কাছে আর্জি জানিয়ে সাদ বলেছেন, 'তবলিঘি জামাতের যে সমস্ত সদস্য চিকিত্সকদের শুশ্রুষায় সেরে উঠেছেন এবং করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে, সেই সব বন্ধুদের কাছে জাতি-ধর্ম নির্বিশেষে অন্যান্য আক্রান্তদের প্লাজমা দান করার আর্জি জানাচ্ছি। এরফলে তাঁরা হয়ত উপকৃত হবেন'।
একইসঙ্গে তিনি বলেছেন, স্বাস্থ্য সংক্রান্ত বিশেষজ্ঞরাই এই পদ্ধতির কার্যকারিতার বিষয়টি পর্যালোচনা করবেন।
সাদ বলেছেন, মারকাজ নিজামুদ্দিন শুধুমাত্র ভালোবাসা, শান্তি ও সৌভ্রাতৃত্বের বাণীই প্রচার করে। কারণ, 'আমরা সবাই আদমের সন্তান'।
গত মাসে দিল্লির নিজামুদ্দিনের ধর্মীয় সমাবেশের পর করোনা ভাইরাসের ছড়িয়ে পড়ার ক্ষেত্রে তবলিঘি জামাতিরা দায়ী বলে যে অভিযোগ উঠেছে সে ব্যাপারে মৌলানা সাদ বলেছেন, 'এটাকে ষড়যন্ত্র বলে তুলে ধরা যায় কিনা, সে বিষয়ে আমি নিশ্চিত নয়। অতীতেও এমন ঘটনা ঘটেছে, যেখানে কাউকে কাঠগড়ায় তোলা হয়েছে এবং মিডিয়া দোষী সাব্যস্ত করেছে। যদিও পরে সঠিক ও প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে আদালত তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে'।
মারকাজ প্রধান বলেছেন, দেশের বিচার বিভাগের ওপর তাঁদের আস্থা রয়েছে। সত্যের জয় হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement