এক্সপ্লোর
Advertisement
৫ বার অকৃতকার্য, ষষ্ঠবার সফল হয়ে বায়ুসেনায় সুযোগ পেলেন মধ্য প্রদেশের চা বিক্রেতার কন্যা
ভোপাল: মধ্য প্রদেশের নীমাচ জেলার জনৈক চা বিক্রেতার মেয়ে আঁচল গাঙ্গওয়াল ভারতীয় বায়ুসেনার ফ্লাইং ব্রাঞ্চে নির্বাচিত হয়েছেন। ৩০ তারিখ হায়দরাবাদের ডুন্ডিগুল এলাকায় বায়ুসেনা অ্যাকাডেমিতে রিপোর্ট করতে হবে তাঁকে।
আঁচলের বাবা সুরেশ গাঙ্গওয়াল নীমাচ বাস স্ট্যান্ডে চায়ের দোকান চালান। মেয়ের এই কৃতিত্বে মুখে মুখে বিখ্যাত হয়ে গিয়েছে তাঁর নামদেব টি স্টলের নাম। চেনা অচেনা মানুষ এসে অভিনন্দন জানিয়ে যাচ্ছেন তাঁকে। সুরেশ জানিয়েছেন, তাঁর তিন ছেলেমেয়ের পড়াশোনার ক্ষেত্রে টাকা পয়সার টানাটানিকে তিনি কখনও বড় সমস্যা হিসেবে দেখেননি। তাঁর বড় মেয়ে আঁচল বায়ুসেনায় সুযোগ পেয়েছে, ছেলে পড়ছে ইঞ্জিনিয়ারিং, ছোট মেয়ে দ্বাদশ শ্রেণির ছাত্রী। ধার করে বড় মেয়েকে কোচিং নেওয়ার জন্য ইন্দোর পাঠিয়েছিলেন বলে তিনি জানিয়েছেন।
২৪ বছরের আঁচল জানিয়েছেন, ২০১৩-য় দ্বাদশ শ্রেণিতে পড়াকালীন সেনাবাহিনীকে উত্তরাখণ্ড বন্যায় উদ্ধার কাজ করতে দেখে সেনায় যোগ দিতে উদ্বুদ্ধ হন তিনি। কিন্তু সে সময় আর্থিক অবস্থা অনুকূল না থাকায় তাঁকে অপেক্ষা করতে হয়। এয়ার ফোর্স কমন অ্যাডমিশন টেস্টে বসেন গোটা দেশের ৬ লাখের বেশি পরীক্ষার্থী। তাঁদের মধ্যে যে ২২ জনকে নির্বাচিত করা হয় আঁচল তাঁদের একজন। পাঁচবার ইন্টারভিউ বোর্ডে বাদ পড়েছেন তিনি, এবার ষষ্ঠবার কৃতকার্য হয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement