'কথা না শুনলে' অখিলেশের বিরুদ্ধে ভোটে দাঁড়াবেন, ঘোষণা মুলায়মের
লখনউ: সমাজবাদী পার্টির দখল নিয়ে শেষ পর্যন্ত আসন্ন বিধানসভা নির্বাচনে বাবা, ছেলের যুদ্ধ দেখবে উত্তরপ্রদেশ? খোদ মুলায়ম সিংহ যাদবের মন্তব্যেই জোরদার হয়েছে জল্পনা। সোমবার সপা সদর কার্যালয়ে দলীয় কর্মীদের সভায় অখিলেশ সিংহ যাদবকে একহাত নেন মুলায়ম। মুসলিমদের প্রতি ছেলের মনোভাব নেতিবাচক বলে মন্তব্য করেন।
বলেন, সবসময় মুসলিমদের স্বার্থরক্ষার কথা বলেছি আমি। রাজ্যের ডিজিপি পদে একজন মুসলিমকে বসানো পাকা করে ফেলেছিলাম, আমার সঙ্গে ১৫ দিন কথাই বলেনি অখিলেশ। ওই পদে কোনও মুসলিম বসুন, ও চায়নি। কিন্তু এতে তো মুসলিম-বিরোধী বার্তা গেল। সপা সভাপতির ক্ষোভ, অখিলেশ 'বিজেপির নির্দেশে চলা' রামগোপাল যাদবের হাতে তামাক খাচ্ছেন। সেইসঙ্গে তিনি জানিয়ে দেন, ও আমার কথা না শুনলে ওর বিরুদ্ধে ভোটে লড়ব। মুসলিমদের জন্যই বাঁচব, ওদের হয়ে মরবও। মুসলিম স্বার্থরক্ষায় প্রয়োজনে অখিলেশের বিরুদ্ধে দাঁড়াব।
উত্তরপ্রদেশে যাদবকূলের ঘরোয়া কোন্দল ইতিমধ্যেই নির্বাচন কমিশনে পৌঁছে গিয়েছে। দলীয় প্রতীক সাইকেল-এর ওপর অধিকার দাবি করেছেন মুলায়ম, অখিলেশ, দুজনেই। এ ব্যাপারে কমিশনের রায় এখনও বেরয়নি। কয়েকদিন আগে ভোটে দল জিতলে অখিলেশই আবার মুখ্যমন্ত্রী হবেন বলে ঘোষণা করে মুলায়ম সমঝোতার বার্তা দেন বলে মনে করা হচ্ছিল, কিন্তু তা সঙ্গে সঙ্গে খারিজ করেন অখিলেশ-রামগোপাল। অখিলেশ দাবি করেন, ভোটের পর কেন, সামনের তিনটি মাসও তিনিই দলের নেতৃত্ব দেবেন। পাল্টা তা খারিজ করে দেন মুলায়মও। দলের নেতা, এমপি, বিধায়কদের সংখ্যাগরিষ্ঠ অংশ অখিলেশের সঙ্গেই আছেন বলে সপা সূত্রের খবর। এই প্রেক্ষাপটেই মুলায়ম এদিন ইঙ্গিত দেন, দলের নাম ও প্রতীক কমিশন অখিলেশকে দিলে তিনি আদালতে যাবেন। মুলায়মের দাবি, দলটাকে তৈরি করতে তিনি অনেক স্বার্থত্যাগ করেছেন, আর অখিলেশ কোনও বৈধ কারণ ছাড়াই একাধিক মন্ত্রীকে বরখাস্ত করেছেন। এদিন সভার আগে মুলায়ম যান ভাই তথা সপা সভাপতি শিবপাল যাদবের বাসভবনে। তাত্পর্য্যপূর্ণ ঘটনা হল, তাঁর সঙ্গে আজ কথা হয় নরেশ উত্তমের, যাঁকে দলের রাজ্য সভাপতি করেছেন অখিলেশ! মুলায়মের সভায়ও হাজির ছিলেন নরেশ।