এক্সপ্লোর
Advertisement
মহিলা সাংবাদিককে ছাপার অযোগ্য ভাষায় ইমেল, গ্রেফতার
মুম্বই: সংস্থার মহিলা কর্মীকে অশ্লীল ভাষা প্রয়োগ করে ইমেল করায়, সোমবার আম্বোলি থানার পুলিশ গ্রেফতার করল ৫২ বছর বয়সি এক ব্যক্তিকে।ঘটনাটি ঘটেছিল গত বছর নভেম্বরে।
অভিযুক্ত সেই ব্যক্তি দীর্ঘ কয়েকমাস ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। এই কয়েকমাসে বেশ কয়েকবার তাঁকে থানায় তলব করে পুলিশ। কিন্তু তিনি হাজিরা দেননি। গতকাল মুম্বইয়ে পা রাখার সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেফতার করে পুলিশ। প্রসঙ্গত, ওই ব্যক্তির বিরুদ্ধে একটি লুক আউট নোটিস জারি করেছিল পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি এক মহিলা সাংবাদিককে গতবছর নভেম্বরে কোনও এক বিশেষ কারণের জন্যে ছাপার অযোগ্য ভাষায় গালিগালাজ করে একটি ইমেল করেন। এরপরই ওই মহিলা সাংবাদিক রেগে গিয়ে আম্বোলি থানায় ধারা ৫০৯ ও ধারা ২৬-এ ওই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।
এরপরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। জানা যায় অভিযুক্ত ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেছেন। তখন তাঁকে একাধিকবার ভারতে ফিরে আসার জন্যে অনুরোধ করে পুলিশ। কিন্তু সেই অনুরোধ প্রত্যাখান করায় জারি হয় লুক আউট নোটিস। তারপরই রবিবার তিনি ভারতে এসে পৌঁছনোর সঙ্গে সঙ্গে অ্যালার্ট করা হয় পুলিশকে। আপাতত তিনি বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement