Suvendu Adhikari: নন্দীগ্রাম দিবসে শ্রদ্ধাজ্ঞাপন শুভেন্দুর, পৃথক সভা তৃণমূলের
ABP Ananda Live: আজ ১৪ মার্চ, নন্দীগ্রাম দিবস। ১৭ বছর আগে, পুলিশের গুলিতে এখানে ১৪ জনের মৃত্যু হয়। মৃতদের শ্রদ্ধা জানাতে আগে গোকুলনগর ও ভাঙাবেড়ায় একটি করেই সভা হত। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে নন্দীগ্রাম দিবস পালন নিয়ে টানাপোড়েন শুরু। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর, কার্যত আড়াআড়িভাবে বিভক্ত নন্দীগ্রাম দিবস। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে আলাদা কর্মসূচি পালন করে তৃণমূল ও বিজেপি। এবারও গোকুলনগরের অধিকারী পাড়ায় শহিদ বেদিতে মাল্যদান করবেন শুভেন্দু অধিকারী। ভাঙাবেড়া ব্রিজের কাছে পৃথক কর্মসূচির আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস।
নৈহাটিতে রঙের উৎসবে মাতলেন পার্থ ভৌমিক
নৈহাটিতে রঙের উৎসবে মাতলেন পার্থ ভৌমিক। দোলের দিন সকালে স্থানীয় স্বপ্নবীথি পার্কের সামনে থেকে নৈহাটি পুরসভা পর্যন্ত আয়োজন করা হয় বর্ণাঢ্য প্রভাতফেরির। বসন্ত উৎসবে নিজে খোল বাজিয়ে অংশ নেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ। প্রভাতফেরিতে পা মেলান নৈহাটির পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়-সহ তৃণমূলের স্থানীয় নেতৃত্ব।



















