এক্সপ্লোর
মোটা! মহিলা যাত্রীকে নামিয়ে দেওয়ায় অটোচালকের লাইসেন্স, পারমিট সাসপেন্ড, বাজেয়াপ্ত গাড়ি
মুম্বই: মোটা বলে অটোচালক গাড়িতে নিয়ে রাজি হননি। তাই রেগে গিয়ে মুম্বই পরিবহন দফতরে অভিযোগ জানিয়েছিলেন অস্মি শাহ নামে এক মহিলা।
শারীরিক আকার নিয়ে কথা বলায় অটোচালকের বিরুদ্ধে টুইটারে অভিযোগ জানান মুম্বইয়েরই বাসিন্দা ওই মহিলা। সঙ্গে সঙ্গেই অভিযুক্ত অটোচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয় পরিবহণ দফতর। চালকের লাইসেন্স এবং পারমিট সাসপেন্ড করে দেয় তারা। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়।
বছর ৩০-এর অস্মি জানিয়েছেন, তিনি মোটা বলে মাঝ রাস্তাতেই জোর করে তাঁকে গাড়ি থেকে নামিয়ে দেন অটোচালক। অস্মির দাবি, চালক তাঁকে বলেন, অস্মি ওঠায় তাঁর গাড়ির গতি আস্তে হয়ে যাচ্ছে। এরপরই টুইটারে ওই চালকের বিরুদ্ধে অভিযোগ জানান তিনি।
অস্মির এই প্রতিবাদ করার সাহসকে সাধুবাদ জানিয়েছে পরিবহণ দফতর। এক আধিকারিক জানিয়েছেন, অটোচালকদের বিরুদ্ধে প্রায়শই অসভ্য আচরণের অভিযোগ তাঁদের কাছে জমা পড়ে। এ ধরনের উদ্ধত চালকদের সাজা পাওয়া উচিত। আশা করি এটা একটা উদাহরণ হয়ে থাকবে। কেউ এ ধরণের অসভ্য আচরণ করার আগে কিছুটা হলেও ভাববে।
বিচার পেয়ে স্বভাবতই খুশি অস্মি। তিনি বলেন, তাঁদের (ড্রাইভারদের) অবশ্যই মহিলাদের সম্মান করতে শেখা উচিত। তাঁদের কাজের জন্য আমরা টাকা দিই, এটা তাঁদের মাথায় রাখা উচিত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement