এক্সপ্লোর
৩০ বছর ধরে জন্মাষ্টমী পালন করে চলেছে এই মুসলিম পরিবার

নয়াদিল্লি: ২৯ বছর ধরে প্রতি জন্মাষ্টমীতে তাঁদের ঘরে হইহই করে আসে সেই দুরন্ত, শ্যামবর্ণ শিশু। এবারও তার ব্যতিক্রম হয়নি। কানপুরের চিকিৎসক এন আহমেদ স্ত্রী ও ৩ সন্তানের সঙ্গে এ বছরও পালন করছেন জন্মাষ্টমী উৎসব। আহমেদ জানিয়েছেন, তাঁর পরিবার ও প্রতিবেশীরা তাঁর এই জন্মাষ্টমী পালনের সিদ্ধান্তকে বরাবর খোলা মনে স্বাগত জানিয়েছে। এ বছর ৩০ বছরে পা দিল আহমেদের বাড়িতে জন্মাষ্টমী উৎসব। তিনি জানিয়েছেন, প্রতি বছর এ দিন ভগবান শ্রীকৃষ্ণের কাছে পরিবারের জন্য সুখ ও সমৃদ্ধি চান তাঁরা। একইসঙ্গে চান, গোটা এলাকায় ছড়িয়ে পড়ুক ভালবাসা, শান্তি ও ভ্রাতৃত্ববোধ। তাঁর ঘরের জন্মাষ্টমীর মণ্ডপ সাজাতে হাত মেলায় গোটা পাড়া। আহমেদের বাড়িতে শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা একটি সুসজ্জিত মণ্ডপ রয়েছে। এখানেই গোটা পরিবার ও আশপাশের লোকজন প্রতি বছর সামিল হন জন্মাষ্টমীর উৎসবে। ভগবান শ্রীকৃষ্ণের জন্য আহমেদ নিজের হাতে তৈরি করেন ট্যাবলো। তা দেখতেও ভিড় জমে বহু মানুষের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















