এক্সপ্লোর
গরু ও বাছুর দত্তক নিয়ে শান্তির বার্তা, গোরক্ষকদের একই উদ্যোগ গ্রহণের আর্জি মুসলিম সিনেমা পরিচালকের

কোটা: গো রক্ষকদের তাণ্ডব নিয়ে সারা দেশে নিন্দার ঝড় উঠেছে। এরই মধ্যে অভিনব শান্তির বার্তা এক মুসলিম চলচ্চিত্র পরিচালকের। কোটার পরিচালক সারোশ খান একটি গরু ও বাছুর দত্তক নিলেন। পশু দুটির কপালে সিঁদুর পরিয়ে হিন্দু রীতি মেনে বাড়িতে তুললেন সারোশ। তিনি বলেছেন, ইসলাম হিন্দু বা অন্য কোনও ধর্মকে ঘৃণা করার শিক্ষা দেয় না। প্রত্যেকেরই একে অপরকে শ্রদ্ধা এবং গরুর নামে হিংসা বন্ধ করা উচিত। সারোশ বহু হিন্দি ও রাজস্থানি সিনেমায় অভিনয় করেছেন। ‘পেব্যাক’, ‘কোটা জাংশন’, ‘ভানওয়ারি’-র মতো সিনেমায় দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন তিনি। মুসলিমরাও যে গরুকে ভালোবাসেন, এই বার্তা তুলে ধরতেই সাড়ম্বরে গরু ও বাছুর দত্তক হিসেবে গ্রহণ করলেন সারোশ। পরিচালক বলেছেন, তাঁর এই উদ্যোগে যদি গরুর নামে হিংসা বন্ধ হয়, তাহলে তিনি খুশি হবেন।একইসঙ্গে গো রক্ষার নামে যারা তাণ্ডব চালাচ্ছে তাদের বেওয়ারিশ গরুদের দত্তক নেওয়ার আর্জিও জানিয়েছেন সারোশ। তিনি বলেছেন, গরুকে প্রকৃতপক্ষে ‘মা’ বলে মনে করলে এমনই উদ্যোগ নেওয়া উচিত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















