এক্সপ্লোর
Advertisement
'পদ্মাবত': মুসলিম, দলিতদের মেরেছে, এবার আমাদের বাচ্চাদের টার্গেট করছে 'ওরা', স্কুলবাসে পাথর হামলা নিয়ে ক্ষোভ কেজরীবালের
নয়াদিল্লি: 'পদ্মাবত'-এর মুক্তির বিরুদ্ধে গুরগাঁওয়ের বিক্ষোভকারীদের স্কুলবাসে হামলার তীব্র নিন্দা করে অরবিন্দ কেজরীবাল বললেন, যে শক্তি 'মুসলিমদের হত্যা করেছে', 'দলিতদের জ্বালিয়ে দিয়েছে', এবার তারা আমাদের ঘরেও ঢুকে পড়ছে, নিশানা করছে আমাদের বাচ্চাদের। মুসলিম, দলিতদের ওপর হিংসার সময় লোকে যেভাবে মুখ বুজে ছিল, এখন 'বিভেদকারী শক্তিগুলি'র বিরুদ্ধে আর সেভাবে চুপ করে থাকতে পারবে না, তাদের মুখ খোলাটা জরুরি হয়ে পড়েছে।
দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, সবাইকে আবেদন করছি। আর নীরব থাকতে পারি না আমরা। ওরা মুসলিমদের মেরেছে, দলিতদের জীবন্ত পুড়িয়েছে, মারধর করেছে। আজ ওরা আমাদের বাচ্চাদের ওপর ইট-পাথর ছুঁড়ছে। আমাদের ঘরে ঢুকতে শুরু করেছে। আর চুপ করে থাকা নয়, এবার সরব হতেই হবে।
বৃহস্পতিবার এখানে এক অনুষ্ঠানে দিল্লির আমআদমি পার্টি (আপ) সরকারের মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে বলেন, সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে জাতীয় রাজধানী থেকে মাত্র কয়েক কিমি দূরে স্কুলের বাচ্চাদের গাড়িতে পাথর মারা হয়েছে, এটা লজ্জার ব্যাপার।
এ ঘটনায় জড়িতদের কঠোর সাজা, এমনকী 'রাবণকে দেওয়া ভগবান রামের সাজার চেয়েও কঠোর শাস্তি' চেয়েছেন কেজরীবাল। তিনি বলেন, এটা রাম, কৃষ্ণ, গৌতম বুদ্ধ, মহাবীর, গুরু নানক, কবীর ও মীরা, মহম্মদ ও যিশুর অনুগামীদের দেশ। আমার জানতে ইচ্ছা হয়, বাচ্চাদের বাসে যারা পাথর ছুঁড়ল, তারা কি হিন্দু, মুসলমান না খ্রিস্টান? বাচ্চাদের ওপর আক্রমণের কথা বলে কোন ধর্ম? দেশকে ভালবাসি, তাই গভীর দুঃখের সঙ্গে সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে বিষয়টা তুললাম।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement