এক্সপ্লোর
Advertisement
গ্রামে মন্দির গড়তে ২ বিঘা জমি দান রাজস্থানের শিকারের মুসলিমদের
যোধপুর: মন্দির বানাতে পরিত্যক্ত কবরস্থানের ২ বিঘা জমি দান করে ধর্মীয় সহাবস্থানের চমত্কার নজির গড়েছেন রাজস্থানের শিকার জেলার কোলিদা গ্রামের মুসলিমরা। সেখানে প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে স্থানীয় দেবী সুরজাল মাতার নামে মন্দির বানিয়েছেন জাঠ সম্প্রদায়ভুক্ত মিলরা।
গ্রামের প্রাক্তন সরপঞ্চ শিবপাল সিংহ মিল বলেছেন, ১০ বছর আগে মুসলিমরা এক বিঘা জমি দেয়। সেখানে ছোট মন্দির গড়ে ওঠে। দু বছর আগে মন্দির সম্প্রসারণ শুরু হয়। কিন্তু সমস্যা হয় জমির। মুসলিমরা নিজেরাই এগিয়ে এসে আধা বিঘা জমি দেয়। ৬ মাস আগে বাকি আধা বিঘাও দান করে ওরা। কখনই মুসলিমদের কাছে জমি চাইতে হয়নি, তারা স্বেচ্ছায়ই দিয়েছে বলে জানান মিল। বলেন, এখানে দুই ধর্মের মানুষের মধ্যে দারুণ সদ্ভাব আছে। শুক্রবার নব কলেবরে মন্দিরের উদ্বোধনেও মুসলিম সমাজের মাথারা এসেছিলেন।
গ্রামের উপ সরপঞ্চ মহম্মদ ঈশাক বলেন, গত ৫০-৬০ বছর ধরে অব্যবহৃত হয়ে পড়ে ছিল ওই কবরস্থান। যখন জানতে পারি, মন্দির বড় হবে, আরও জমি দরকার, আমরা সমাজের নেতাদের বৈঠকে বসে ঠিক করি, মন্দিরের জন্য জমিটা মিলদের দিয়ে দেব।
নানা মহল থেকে এই সৌহার্দ্যের ভূয়সী প্রশংসা হচ্ছে। শিকারের কালেক্টর কুঞ্জবিহারী গুপ্তা স্থানীয় মিডিয়ার মাধ্যমেই জমি দানের কথা জানতে পারেন। মুসলিমদের উদ্যোগকে স্বাগত জানান তিনি, সবসময়ই সেখানে দুটি সম্প্রদায় শান্তিতে পাশাপাশি রয়েছে বলেও জানান। বলেন, এমনকী শান্তি সমিতির বৈঠকেও দুটি সম্প্রদায়ের ভিন্ন মত উঠে এলেও পরস্পরকে সম্মান করে দু তরফই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement