এক্সপ্লোর
Advertisement
যে মুসলমানরা আলিগড়ে জিন্নার ছবি চান, তাঁরা নিজেদের পূর্বপুরুষকে অসম্মান করছেন, বললেন ভিকে সিংহ
নয়াদিল্লি: এবার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে মহম্মদ আলি জিন্নার ছবি সংক্রান্ত বিতর্কে যোগ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী বিজয় কুমার সিংহ। বিতর্ক আরও উসকে দিয়ে প্রাক্তন সেনাপ্রধান মন্তব্য করেছেন, যে মুসলমানরা আলিগড়ে জিন্নার ছবি থাকা সমর্থন করছেন, নিজেদের পূর্বপুরুষকে অসম্মান করছেন তাঁরা।
বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভিকে সিংহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, জিন্না দ্বিজাতিতত্ত্বের প্রবক্তা কিন্তু এ দেশে থেকে যাওয়া মুসলমানরা সেই তত্ত্ব মেনে নেননি। আজ যাঁরা জিন্নার ছবি রাখার পক্ষে, তাঁরা ভারতীয় নাগরিক, তাঁদের সেই পূর্বপুরুষদের জন্য। তাই জিন্নার ছবি রাখার দাবি করে পূর্বপুরুষদেরই অসম্মান করছেন তাঁরা।
[embed]https://twitter.com/Gen_VKSingh/status/992987007642230784[/embed]
আলিগড় বিশ্ববিদ্যালয়ের বাইরে পড়ুয়াদের বিক্ষোভ আন্দোলন এখনও চলছে। তাঁদের দাবি, বাইরে থেকে ক্যাম্পাসে ঢউকে জিন্নার ছবি সরানোর দাবিতে হইচই পাকানো হিন্দু যুবা বাহিনীর সদস্যদের গ্রেফতার করতে হবে। এই পরিস্থিতিতে আজ থেকে পরীক্ষা শুরুর কথা থাকলেও তা স্থগিত রাখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, পরীক্ষা শুরু হবে ১২ তারিখ থেকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বাংলাদেশ
জেলার
জেলার
Advertisement