এক্সপ্লোর
Advertisement
নিহত সাংবাদিক গৌরী লঙ্কেশকে 'কুকুর' বললেন শ্রীরাম সেনে প্রধান মুথালিক, এটা মাফ করছেন? মোদীকে কংগ্রেস
নয়াদিল্লি: শ্রীরাম সেনে প্রধান প্রমোদ মুথালিক প্রকাশ্য সভায় গত বছর বেঙ্গালুরুতে নিহত সাংবাদিক-সমাজকর্মী গৌরী লঙ্কেশকে 'কুকুর' বলে বিতর্কে।
যুক্তিবাদী নেতা নরেন্দ্র দাভোলকর, বাম নেতা গোবিন্দ পানসারে, কন্নড় লেখক এম এম কালবুর্গি, গৌরী লঙ্কেশ খুনের প্রসঙ্গে তিনি বলেছেন, মহারাষ্ট্র, কর্নাটকে কংগ্রেস আমলে দুটো করে খুন হয়েছিল। কিন্তু তা নিয়ে কারও মুখে একটিও শব্দ শোনা যায়নি, কংগ্রেসের ব্যর্থতার নিন্দা করেনি কেউ। আর এখন তারা বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন গৌরী লঙ্কেশ হত্যায় নীরব, কিছু বলছেন না? অনেকেই চেয়েছেন, উনি মুখ খুলুন। কিন্তু কর্নাটকে একটা করে কুকুর মরলে কেন মোদীকে নিন্দা করতে হবে?
গৌরী খুনে নিশ্চুপ থাকার অভিযোগে মোদীর সমালোচকদের আক্রমণ করে সভায় মুথালিকের মন্তব্যকে সমর্থন করে অনেকে। একটি ভিডিওতে দেখা যায়, জয় শ্রীরাম ধ্বনিও উঠছে।
প্রাক্তন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী তথা কংগ্রেস নেতা মনীশ তেওয়ারি গৌরী সম্পর্কে মুথালিকের মন্তব্যের তীব্র নিন্দা করেন। মুথালিকের মন্তব্য 'বিরক্তিকর', 'গা ঘিনঘিন করা', বলেন তিনি। ট্যুইট করে তেওয়ারি প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশ্যে বলেন, আপনি গৌরী লঙ্কেশ হত্যার নিন্দা করেননি, এখন এটাও কি মাফ করে দিচ্ছেন?
Disgusting,nauseating, revolting...vigilante group Sri Ram Sene’s Head Pramod Muthalik compares assassinated journalist Gauri Lankesh to a dog. Mr Prime Minister @narendramodi you did not condemn Gauri Lankesh’s murder are you now going to condone this too https://t.co/V3do2n5wIv
— Manish Tewari (@ManishTewari) June 18, 2018
এরপরও অবশ্য মুথালিক সাফাই দিয়েছেন, তিনি গৌরী লঙ্কেশকে কুকুরের সঙ্গে তুলনা করেননি, শুধু বলতে চেয়েছিলেন, কর্নাটকে যতবার খুন হবে, ততবার প্রধানমন্ত্রীকে নিন্দা করতে হবে!
গত শনিবারই গৌরী হত্যার বিশেষ তদন্তকারী দল সিট শ্রী রাম সেনের বিজয়পুরা শাখার সভাপতি রাকেশ মথকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে। তাঁকে ডাকা হয় গৌরী হত্যায় ধৃত সন্দেহভাজন শ্যুটার পরশুরাম ওয়াগমারে এই দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী গোষ্ঠীরই সদস্য ছিল বলে, যাদের সাম্প্রতিক বেশ কিছু কার্যকলাপে নীতি-পুলিশগিরির অভিযোগ উঠেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
অফবিট
Advertisement