এক্সপ্লোর
লাদাখে ছেলে শহিদ হয়েছে, ২ নাতিকে দেশের জন্য তৈরি করার অঙ্গীকার বিহারের নিহত জওয়ানের বাবার
লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনা সেনার হামলায় নিহত হয়েছেন ভারতীয় সেনা জওয়ান কুন্দন কুমার। বিহারের কুন্দনের সঙ্গে শহিদ হয়েছেন আরও ১৯ জওয়ান।

পটনা: লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনা সেনার হামলায় নিহত হয়েছেন ভারতীয় সেনা জওয়ান কুন্দন কুমার। বিহারের কুন্দনের সঙ্গে শহিদ হয়েছেন আরও ১৯ জওয়ান। গোটা দেশ শোকস্তব্ধ। তবে ছেলের মতোই অকুতোভয় কুন্দনের বাবা। বলছেন, ছেলে গিয়েছে, এখনও নাতিরা রয়েছে। দেশের জন্য জীবন দিতে ওদের তৈরি করব!
সোমবার রাতে ১৬ বিহার রেজিমেন্টের উপর শর্ত ভেঙে হামলা চালায় চিনা সেনা। পেরেক বসানো লাঠি ও পাথর দিয়ে আক্রমণ করে। প্রতিরোধ গড়ে তোলে ভারতীয় সেনারা। প্রাণ হারায় কুন্দন। এখনও তাঁর দেহ বাড়িতে ফেরেনি। গোটা গ্রাম বাকরুদ্ধ। শোকে পাথর স্ত্রী এবং মা। কিন্তু কুন্দনের বাবার চোখে আগুন।
সংবাদসংস্থাকে কুন্দনের বাবা বলেছেন, "ছেলে দেশের জন্য শহিদ হয়েছে। দুটো সন্তান রেখে গিয়েছে। ওদেরও সেনাতেই পাঠাব।"
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বীর শহিদদের পরিবারের জন্য সমবেদনা প্রকাশ করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহও বলেছেন, সেনাদের এই অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement
