(Source: ECI/ABP News/ABP Majha)
এবছর পদ্ম-সম্মান পাচ্ছেন নাদেল্লা, পিচাই, সিন্ধু, সাক্ষী?
নয়াদিল্লি: চলতি বছরের পদ্ম সম্মান পেতে পারেন সত্য নাদেল্লা, সুন্দর পিচাই সহ বহু বিশিষ্টজনেরা। প্রাথমিক ১৫০ জনের তালিকায় এঁরা সকলেই ঠাঁই পেয়েছেন।
এক সর্বভারতীয় দৈনিকের প্রকাশিত খবর অনুযায়ী, এবারের প্রাপকদের তালিকায় নাম রয়েছে অলিম্পিক রূপোজয়ী ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু, অলিম্পিক ব্রোঞ্জজয়ী কুস্তিগীর সাক্ষী মালিক, পদকজয়ী দীপা মালিক, মাইক্রোসফট প্রধান সত্য নাদেল্লা, গুগলের প্রধান সুন্দর পিচাই এবং ভারতীয় বংশোদ্ভূত মার্কিন গভর্নর নিকি হ্যালি।
প্রতিবেদন অনুযায়ী, এবারের পদ্ম সম্মান প্রাপকদের তালিকায় রয়েছেন, এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার, প্রবীণ বিজেপি নেতা মুরলী মনোহর জোশী। এছাড়া, বিনোদন জগতের থেকে তালিকায় ঠাঁই পেয়েছেন শঙ্কর মহাদেবন, ঋষি কপূর, সোনু নিগম, কৌলাশ খের এবং মনোজ বাজপেয়ী। এখানেই শেষ নয়। বিশিষ্টদের মধ্যে নৃত্যশিল্পী লক্ষ্মী বিশ্বনাথন, কুমাওনি লোকশিল্পী বাসন্তী বিশ্ট, হস্তশিল্পী মহম্মদ ইউসুফ খেতরি এবং কথাকলি শিল্পী সি কে নায়ার।
সূত্রের খবর, মোট ১,৭৩০ মনোনয়নের থেকে ১৫০ জনের তালিকা প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। সূত্রের খবর, চূড়ান্ত তালিকা থেকে কিছু নাম হয়ত বাদ যেতেও পারে। প্রথা অনুযায়ী, আসন্ন প্রজাতন্ত্র দিবসের দিন রাষ্ট্রপতি ভবনে সকলকে সম্মান প্রদান করা হবে। গত বছর, এই পন্ম সম্মানের মনোনয়ন প্রক্রিয়া নিয়ে জোর বিতর্কের সৃষ্টি হয়েছিল। যার জেরে এবছর গোটা প্রক্রিয়াটি জনসাধারণের কাছে উন্মুক্ত করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র।