এক্সপ্লোর
৩.৫০ কোটি টাকার বাতিল নোট সহ গ্রেফতার চার্টার্ড বিমানের যাত্রী

ডিমাপুর: চার্টার্ড বিমান থেকে নামতেই লাগাল্যান্ডের ডিমাপুরে বিমানবন্দরে বিহারের এক ব্যবসায়ীকে ঘিরে ধরলেন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা ও সিআইএসএফ আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ শুরু করেন তাঁরা। বিমানে একাই ছিলেন ওই ব্যবসায়ী। শেষপর্যন্ত বাতিল নোটে সাড়ে তিন কোটি টাকা রাখার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। পরে মামলাটি স্থানীয় আয়কর কর্তৃপক্ষের কাছে হস্তান্তরিত করা হয়েছে। জানা গেছে, আজ সকালে হরিয়ানার সিরসা থেকে বিমানে করে ডিমাপুরে আসেন মুঙ্গেরের ওই ব্যবসায়ী। কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, আগাম খবরের ভিত্তিতে সিআইএসএফ আধিকারিকরা বিমান থেকে অবতরণের পরই ওই ব্যবসায়ীকে পাকড়াও করেন। তাঁর কাছ থেকে যে অর্থ পাওয়া যায়, তা সাড়ে পাঁচ কোটি টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়। পরে আয়কর কর্তৃপক্ষ জানায়, অর্থের পরিমাণ সাড়ে তিন কোটি টাকা। ওই টাকার উত্স জানতে আয়কর আধিকারিকরা তদন্ত শুরু করেছেন। উল্লেখ্য, ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর বিমানবন্দরের প্রহরায় নিযুক্ত সিআইএসএফ এবং নিরাপত্তা সংস্থাগুলি বিশেষ নজরদারি বন্দোবস্ত করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















