এক্সপ্লোর
Advertisement
নাগপুরের পুলিশ কর্মীর মেয়েকে ধর্ষণের পর খুন করল বন্ধুরা
নাগপুর :মহারাষ্ট্রের নাগপুরের এক পুলিশ অ্যাসিসট্যান্ট সাব-ইন্সপেক্টরের মেয়েকে অম্বরনাথে ধর্ষণের পর খুন করল তারই দুই বন্ধু। ২২ বছরের ওই তরুণীর দেহ ফেলে রত্নগিরিতে যাওয়ার পথে পুলিশের কাছে অপরাধের কথা কবুল করল অভিযুক্তরা।
পুলিশ জানিয়েছে, ওই তরুণীর বাড়ি নাগপুরে এবং ভিখরোলির একটি সংস্থায় আইটি ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন তিনি। অন্যতম অভিযুক্ত নিখিলেশ পাটিলেরও বাড়ি নাগপুরে। সে ওই তরুণীর বন্ধু। গত চার সেপ্টেম্বর সে তার বন্ধু নীলেশকে নিয়ে ওই তরুণীর কাছে এসেছিল। গাড়িতে এসেছিল তারা। এরপর ওই তরুণীকে বেড়াতে যাওয়ার কথা বলে নিখিলেশ ও নীলেশ অম্বরনাথে তাদের বন্ধু অক্ষয় ভালোদের বাড়িতে নিয়ে যায়।
শিবাজী নগর থানার এক পুলিশ আধিকারিক বলেছেন, নিখিলেশ ও অক্ষয় সেখানে ওই তরুণীকে ধর্ষণ করে। ওই তরুণী ঘটনার কথা পুলিশে জানানো কথা বললে তারা ভয় পেয়ে তাঁর মুখ চেপে ধরে এবং গলায় ফাঁস দিয়ে খুন করে। এরপর তরুণীর দেহ একটা ব্যাগে ভরে গাড়িতে তুলে রাখে।
ঘটনার কথা প্রথমে জানতে পারেনি নীলেশ। কিন্তু কিছু একটা ফেলতে মাঝরাস্তায় গাড়ি থামানোয় সন্দেহ হয় তার। নীলেশ অক্ষয় ও নিখিলেশকে জিজ্ঞাসাবাদ শুরু করে। রত্নগিরির থানার পুলিশ ইন্সপেক্টর বিনিত চৌধুরী বলেছেন, এরপর নীলেশকে তারা পুরো ঘটনার কথা নিখিলেশ ও অক্ষয় জানায়। নীলেশ তাদের পুলিশের কাছে অপরাধ কবুল করতে বলে। এরপর তারা পুলিশের কাছে গিয়ে অপরাধ কবুল করেষ পুনে-বেলগামের পথে কোলাপুরে তরুণীর দেহ তারা ফেলে দিয়েছে বলে জানায় অক্ষয় ও নিখিলেশ।
থানের পুলিশ কমিশনার পরমবীর সিংহ জানিয়েছেন, দুই অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement