এক্সপ্লোর
Advertisement
‘ঋণ মকুব ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে’, বললেন বেঙ্কাইয়া
মুম্বই: কৃষি ঋণ মকুবের দাবিতে দেশের বিভিন্ন রাজ্যে আন্দোলন করছেন কৃষকরা। এরইমধ্যে কেন্দ্রীয় নগরোন্ননমন্ত্রী বেঙ্গাইয়া নাইডু বলেছেন, ঋণ মকুব একটা ফ্যাশন হয়ে উঠেছে।
মহারাষ্ট্রে একটি অনুষ্ঠানে বেঙ্কাইয়া বলেছেন, শুধুমাত্র জরুরী পরিস্থিতিতেই ঋণ মকুবের মতো পদক্ষেপ নিতে হবে। ঋণ মকুব সমস্যার কোনও সমাধান নয়। পুরো ব্যবস্থাই দেখভাল করতে হবে। দুর্দশাগ্রস্ত কৃষকদের প্রতি নজর দিতে হবে।
উল্লেখ্য, একদিন আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি কৃষি ঋণ মকুবের সম্ভাবনা খারিজ করে বলেছিলেন, সরকার আর্থিক লক্ষ্য মেনে চলবে।
গতকাল কর্নাটক সরকার কৃষকদের সমবায় সমিতির ঋণ মকুবের কথা জানিয়েছে।
উত্তরপ্রদেশ, পঞ্জাব ও মহারাষ্ট্রের মতো একই পথে হেঁটে ঋণ মকুবের কথা জানিয়েছে কর্নাটকও। কিছুদিন আগে ঋণ মকুব ও ফসলের ন্যায্যমূল্যের দাবিতে কৃষক বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মধ্যপ্রদেশ। পুলিশের গুলিতে ছয় কৃষকের মৃত্যু হয়।
কৃষি ঋণ মকুবের দাবি কার্যত সারা দেশ থেকেই উঠেছে। কৃষক অসন্তোষের মোকাবিলা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের কাছে চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
এই পরিস্থিতিতে বেঙ্কাইয়ার মন্তব্যের সমালোচনা করেছেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি বলেছেন, গত তিন বছরে ৩৬ থেকে ৪০ হাজার কৃষক আত্মহত্যা করেছেন। এই অবস্থায় বেঙ্কাইয়ার ওই মন্তব্য 'অন্নদাতা'দের অবমাননাকর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement