এক্সপ্লোর
Advertisement
নরেন্দ্র মোদী দুর্নীতির শিরোমণি, সরাসরি আক্রমণ রাহুলের
নয়াদিল্লি: পিএনবি, জালিয়াতি, রাফালে চুক্তি, নোট বাতিল নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তিনি সরাসরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেছেন। মেঘালয়ে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে শিলংয়ে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাহুল বলেছেন, ‘প্রথমে নরেন্দ্র মোদী অর্থনীতিকে বাতিল করে দিলেন, তারপর তিনি দেশের মানুষকে ব্যাঙ্কগুলির সামনে লাইনে দাঁড়াতে বললেন। এরই মধ্যে জালিয়াতরা কালো টাকা সাদা করে নিল। নরেন্দ্র মোদী দুর্নীতির শিরোমণি। তিনি দুর্নীতির বিরুদ্ধে নন, নিজেই দুর্নীতি। এখন নীরব মোদী বলছেন, ব্যাঙ্কে রাখা ভারতের মানুষের ২২ হাজার কোটি টাকা তাঁর। তাই তিনি এই টাকা নিয়ে নিলেন।’
ট্যুইটারেও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে রাহুল লিখেছেন, ‘মোদীজি, গতমাসে আপনি মন কি বাত নাটকের সংলাপের ক্ষেত্রে আমার পরামর্শ উপেক্ষা করেছিলেন। আপনার হৃদয় জানে, ভারতীয়রা কী শুনতে চায়। তাহলে কেন পরামর্শ চান? নীরব মোদীর ২২ হাজার কোটি টাকা লুট করে পালিয়ে যাওয়া, ৫৮ হাজার কোটি টাকার রাফালে দুর্নীতির বিষয়ে আপনার কথা শুনতে চায় দেশবাসী। আপনার নৈতিক বক্তব্য শোনার অপেক্ষায় আছি।’
Modi Ji, last month you ignored my suggestions for your Mann Ki Baat monologue.
Why ask for ideas when in your heart you know what every Indian wants to hear you speak about? 1. Nirav Modi's 22,000 Cr. Loot & Scoot 2. The 58,000 Cr. RAFALE scam. I look forward to your sermon. pic.twitter.com/jp0AnLePtU — Office of RG (@OfficeOfRG) February 21, 2018
রাফালে চুক্তি নিয়ে রাহুল বেশ কিছুদিন ধরেই সরব। পিএনবি জালিয়াতি নিয়েও কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন রাহুল। তাঁর অভিযোগ, ক্ষমতাবান ব্যক্তিদের সহায়তাতেই দেশ ছেড়ে পালাতে পেরেছেন নীরব।
এর আগে গত ২৮ জানুয়ারির মন কি বাত-এর বক্তব্যের বিষয়ে দেশবাসীর কাছ থেকে পরামর্শ চেয়েছিলেন প্রধানমন্ত্রী। তাঁকে তখন যুবকদের কর্মসংস্থান, ডোকলাম থেকে চিনের সেনাবাহিনীকে সরিয়ে দেওয়া এবং হরিয়ানায় ধর্ষণ বন্ধ করার বিষয়ে বক্তব্য পেশ করার পরামর্শ দিয়েছিলেন কংগ্রেস সভাপতি। এবার ফের তিনি প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement