এক্সপ্লোর
Advertisement
টাকা দিয়ে নাক-মুখ মুছে গ্রেফতার নাসিকের যুবক
ভারতের করোনা আক্রান্ত রাজ্যগুলোর মধ্যে শীর্ষে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা এক ব্যক্তির একটি টিকটক ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
নাসিক: করোনার করাল গ্রাসে আক্রান্ত গোটা দুনিয়া। ভারতেও চলছে লকডাউন। স্তব্ধ জনজীবন। তবুও এখনও সচেতন হতে পারেননি সব মানুষ। লকডাউন ভেঙে যাঁরা নানারকম অপ্রয়োজনীয় কাজকর্ম করে বেড়াচ্ছেন, তাঁদের সবক শেখাতে পথে নামতে হয়েছে পুলিশকে।
ভারতের করোনা আক্রান্ত রাজ্যগুলোর মধ্যে শীর্ষে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা এক ব্যক্তির একটি টিকটক ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা ঘিরে রীতিমতো নিন্দার ঝড় বইতে শুরু করে দিয়েছে।
ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে, করোনাতঙ্কের মধ্যোই টাকা দিয়ে নিজের নাক-মুখ মুছছেন এক ব্যক্তি। এখানেই শেষ নয়। এরপর ভিডিওতে ওই ব্যক্তিকে এও বলতে শোনা গিয়েছে যে, ‘গোটা পৃথিবী জুড়ে এমন করোনা অতিমারী আল্লাহর শাস্তি’। আর এই ভিডিও ভাইরাল হতেই মহারাষ্ট্র পুলিশের রোষানলে পড়েন ওই ব্যক্তি।
দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ধরনের বিভ্রান্তিমূলক ভিডিও পোস্ট করায়, ধৃতের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আপাতত ৭ এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতেই থাকবেন সেই ব্যক্তি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement