এক্সপ্লোর
Advertisement
প্রেক্ষাগৃহে ছবি শুরুর আগে জাতীয় সঙ্গীত বাজানো বাধ্যতামূলক, উঠে দাঁড়িয়ে জানাতে হবে সম্মান:সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি: প্রেক্ষাগৃহে প্রত্যেক ছবি শুরুর আগে এবার থেকে জাতীয় সঙ্গীত বাজাতে হবে, এবং সেখানে উপস্থিত প্রত্যেককে উঠে দাঁড়াতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের।
এই নির্দেশের সঙ্গে শীর্ষ আদালত আরও উল্লেখ করেছে, জাতীয় সঙ্গীত চলার সময় পর্দায় ভারতের পতাকা দেখা যাওয়া আব্যশিক। আজ বুধবার থেকেই লাগু হবে এই নয়া নির্দেশিকা।
এছাড়াও শীর্ষ আদালতের নির্দেশ জাতীয় সঙ্গীত কোনও অবাঞ্ছিত জিনিষের ওপর ছাপানো যাবে না। কোনও বাণিজ্যিক বা বিনোদনমূলক অনুষ্ঠানেও ব্যবহার করা যাবে না জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীতকে কোনওভাবে বিকৃত করেও ব্যবহার করা যাবে না, অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্ত সংস্থা বা ব্যক্তির বিরুদ্ধে।
শীর্ষ আদালতের এই নির্দেশিকা কেন্দ্র সমস্ত রাজ্যে পাঠিয়ে দিয়েছে। এছাড়া দেশের সমস্ত কাগজ ও বৈদ্যুতিন সংবাদমাধ্যমেও এই নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, একটি জনস্বার্থ মামলার রায় দিতে গিয়ে আজ এই রায় ঘোষণা করে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক মিশ্র এবং বিচারপতি অমিতাভ রায়ের ডিভিশন বেঞ্চ। জনস্বার্থ মামলাটি দায়ের করেছিলেন জৈনিক শ্যাম নারায়ণ চৌকসে নামের এক ব্যক্তি। তাঁর দাবি ছিল দেশের প্রত্যেক সিনেমা হলে ছবি শুরুর আগে জাতীয় সঙ্গীত বাজাতে হবে। এছাড়া কোনও সরকারি বা বেসরকারি অনুষ্ঠানে যদি জাতীয় সঙ্গীত ব্যবহার করা হয়, তাহলে চালানোর সময় কিছু নিয়ম মেনে চলতে হবে প্রত্যেক ভারতীয় নাগরিককে। সেই নিয়মও সুপ্রিম কোর্টকে উল্লেখ করে দিতে হবে, তাঁর মামলায় এমনই আর্জি জানান ওই ব্যক্তি।
সেই মামলার প্রেক্ষিতে াজ এই রায় ঘোষণা করল আদালত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement