এক্সপ্লোর
Advertisement
National Girl Child Day 2021: কাল জাতীয় শিশুকন্যা দিবসে একদিনের জন্য উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী হরিদ্বারের কিশোরী সৃষ্টি, খতিয়ে দেখবে রাওয়াত সরকারের কর্মসূচির অগ্রগতি
সৃষ্টির বাবা সংবাদমাধ্যমকে বলেছেন, সৃষ্টি এক মেধাবী মেয়ে। সর্বত্র ছাত্রীদের এগিয়ে চলার পক্ষে কাজ করতে চায় ও। মেয়েদের পড়াশোনায় সামিল হতে প্রেরণা দেওয়া একটি সামাজিক সংগঠনেরও সদস্য।
নয়াদিল্লি: আগামীকাল ২৪ জানুয়ারি জাতীয় শিশুকন্যা দিবস পালিত হচ্ছে সারা দেশে। দিনটিকে বিশেষ ভাবে উদযাপন, স্মরণীয় করে তুলতে অভিনব ভাবনা উত্তরাখন্ডে। কাল একদিনের জন্য বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী পদে দেখা যাবে সৃষ্টি গোস্বামী নাম এক কন্যাসন্তানকে। হরিদ্বারের টিন এজ মেয়েটি গ্রামের মেয়ে। হরিদ্বার জেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা সে। ২০১৮ সালের মে মাসে সৃষ্টি উত্তরাখন্ড বাল বিধানসভার মুখ্যমন্ত্রী হয়। এখনও সে ওই পদে রয়েছে। সেই সূত্রে ২০১৯ –এ গার্লস ইন্টারন্যাশনাল লিডারশিপ প্রোগ্রামে যোগ দিতে সে তাইল্যান্ড গিয়েছিল।
সূত্রের খবর, আগামীকাল উত্তরাখন্ডের গ্রীষ্মকালীন রাজধানী গয়েরসাইন থেকে প্রশাসন চালাবে সৃষ্টি। রাজ্যেক মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্রি সিংহ রাওয়াত কাল মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকবেন না। রাজ্য সামলাবে সৃষ্টি নামে মেয়েটি। রাওয়াত এই উদ্য়োগে সায় দিয়েছেন।
একদিনের জন্য হলেও পাহাড়ি রাজ্যের শাসনভার নিতে চলা মেয়েটি বিএসএম পিজি কলেজ রুরকির কৃষিবিদ্যায় সপ্তম সেমেস্টারের বিএসসির ছাত্রী।
সৃষ্টির বাবা প্রবীণ গোস্বামী পেশায় ব্যবসায়ী, মা সুধা গোস্বামী গৃহিনী। যদিও একটি সূত্রের খবর, তাঁর বাবার গ্রামে একটা ছোট দোকান আছে, মা অঙ্গনওয়াড়ি কর্মী।
অতীতে নানা ধরনের সরকারি কর্মসূচিতে যুক্ত থেকেছে সে। অতীতে আন্তর্জাতিক শিশুকন্যা দিবসে নানা কাজকর্মে সামিল হয়েছে সে। কিন্তু আগামীকাল মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে ঠিক কী করবে সৃষ্টি? সূত্রের খবর, রাজ্যের ক্ষমতাসীন ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত সরকার পরিচালিত বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প কতটা রূপায়ণ হয়েছে, কতদূর কাজ এগিয়েছে, তা খতিয়ে দেখে মূল্যায়ণ করবে সে। এই স্কিমগুলির মধ্যে আছে অটল আয়ুস্মান প্রকল্প, স্মার্ট সিটি প্রজেক্ট, রাজ্য সরকারের পর্যটন দপ্তরের হোমস্ট স্কিম ও আরও নানা উন্নয়নমূলক প্রকল্প। অর্থাত্ একজন সাধারণ নাগরিক, বিশেষ করে তরুণ প্রজন্মের একজন প্রতিনিধির চোখে সরকার কতটা সফল, তারই একটি ছবি মিলবে সৃষ্টির চোখে।
সৃষ্টির বাবা সংবাদমাধ্যমকে বলেছেন, সৃষ্টি এক মেধাবী মেয়ে। সর্বত্র ছাত্রীদের এগিয়ে চলার পক্ষে কাজ করতে চায় ও। মেয়েদের পড়াশোনায় সামিল হতে প্রেরণা দেওয়া একটি সামাজিক সংগঠনেরও সদস্য।
২০০১ সালের হিট বলিউডি ছবি, অনিল কপূর অভিনীত ‘নায়ক’-এর বাস্তব রূপায়ণ হতে দেখা যাবে সৃষ্টির মুখ্যমন্ত্রী হওয়ায়। সেই ছবিতেও এক আমআদমি একদিনের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার চ্যালেঞ্জ নিয়ে চমক দেয়, প্রকৃত জনপ্রতিনিধির কেমন হওয়া উচিত, তার নমুনা পেশ করে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement