সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার জন্য এনটিএ গঠন আগামী মাসেই: জাভড়েকর
নয়াদিল্লি: মেডিক্যাল-আইআইটি প্রবেশিকা আয়োজনে যে নয়া বোর্ড তৈরি হবে, তা বাজেটেই ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এদিন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানালেন, আইআইটি সহ সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা এবং ইউজিসি-নেট পরীক্ষা আয়োজন করতে আগামী মাসেই গঠন হতে চলেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ)।
প্রতিবছরই সর্বভারতীয় স্তরে ক্যাট, সিম্যাট, গেট, নেটের মতো সাতটি প্রবেশিকা হয়। পরীক্ষায় বসে চল্লিশ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী। বর্তমানে সিবিএসই, আইআইটি, আইআইএম এবং এআইসিটিই-র মতো সংস্থাগুলি এই পরীক্ষার আয়োজন করে।
কেন্দ্রের সিদ্ধান্ত, মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, বিজনেস কলেজে ভর্তির জন্য যে সব প্রবেশিকা হয়, তা পরিচালনা করার জন্য নতুন একটি স্বশাসিত সংস্থা তৈরি করা হবে।
এদিন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী জানান, আগামীদিনে দেশের বিভিন্ন পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকবে এনটিএ। তিনি জানান, সিবিএসই-র মত সংস্থার কাজ নয়, পরীক্ষার আয়োজন করা। পাশাপাশি, এনটিএ গঠন হলে আইআইটি ও এআইসিটিই-র বোঝাও হাল্কা হবে বলেই মনে করেন জাভড়েকর। ফলে, এক ছাতার তলায় চলে আসবে সিএটি, জেইই(মেইন), জেইই(অ্যাডভান্সড), জিএটিই, সিএমএটি, এনইইটি ও এনইটি।
অন্যদিকে, জাভড়েকর জানান, অনলাইন কোর্সের জন্য আগামী মাসেই চালু হবে স্বয়ম-এমওওসিএস পরিষেবা। এর মাধ্যমে প্রায় ২ হাজারের মত পাঠ্যক্রম অনলাইনে সম্পন্ন করা সম্ভব হব। তিনি যোগ করেন, এর জন্য এ জন্য ডিটিএইচ চ্যানেলগুলির সঙ্গে চুক্তি করবে সরকার।