এক্সপ্লোর
Advertisement
বিহারের মাসুদান স্টেশনে মধ্যরাতে মাওবাদী তাণ্ডব, দুই রেলকর্মীকে অপহরণ করা হয়েছে
মাসুদান: ফের নকশাল হামলা বিহারে। বিহারের মাসুদান স্টেশনে মধ্যরাতে তাণ্ডব, স্টেশনে ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দিল মাওবাদীরা। এএনআই সূত্রে খবর, হামলা চালিয়ে যাওয়ার সময় সহকারী স্টেশন মাস্টার এবং আরেক রেলকর্মীকে অপহরণ করে নিয়ে গিয়েছে মাওবাদীরা।
এএনআই সূত্রে আরও দাবি করা হয়েছে, যে সহকারী স্টেশন মাস্টারকে অপহরণ করা হয়েছে, তিনি মালদা ডিআরএমকে ফোন করে মাও হুমকির কথা জানিয়েছিলেন। ওই সহকারী স্টেশন মাস্টার ফোনে জানান, মাসুদান শাখায় যদি ট্রেন চলে, তাহলে তাঁদের হত্যা করা হবে বলে হুমকি দিচ্ছে মাওবাদীরা। ওই শাখায় যাতায়ত করেন যেসমস্ত যাত্রীরা, তাঁদের উদ্দেশ্যে রেলের বার্তা, বড় কোনও হামলা এড়াতে অন্য পথ দিয়ে যেন তাঁরা যাতায়ত করেন।
তবে এখনও পর্যন্ত এই হামলার ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। রেলের তরফেও কোনও বিবৃতি দিয়ে এই হামলার কথা জানানো হয়নি।
শুধুমাত্র পূর্ব রেলের প্রধান জনসংযোগ আধিকারিক রাজেশ কুমার জানিয়েছেন, আপাতত মালদা ডিভিশনের কিউল-জামালপুর-ভাগলপুর শাখায় ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
তবে বিহারে এবছর এধরনের নকশাল হামলা প্রথম ঘটল না। এর আগে গত ৩ অগাস্ট, মাওবাদীদের কুড়ি জনের একটি দল লক্ষ্ণীসরাই স্টেশনে ট্রেন অপহরণ করে। সেসময় দুটি শাখায় রেল পরিষেবা সম্পূর্ণ ব্যহত হয়েছিল, কারণ কেবিন ম্যানদের অপহরণ করে নেয় মাওবাদীরা। সেসময় সারা সপ্তাহ ধরে সহদত শপথ নামে প্রতিবাদ আন্দোলন চালাচ্ছিল মাওবাদীরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement