এক্সপ্লোর
বাকি দেশগুলিতে মেয়েরা কথাই বলতে পারে না, বললেন চেয়ারপার্সন, ভারত মহিলাদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ! সমীক্ষা রিপোর্ট প্রত্যাখ্যান জাতীয় মহিলা কমিশনের
![বাকি দেশগুলিতে মেয়েরা কথাই বলতে পারে না, বললেন চেয়ারপার্সন, ভারত মহিলাদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ! সমীক্ষা রিপোর্ট প্রত্যাখ্যান জাতীয় মহিলা কমিশনের NCW rejects survey report on India being world's most dangerous country for women বাকি দেশগুলিতে মেয়েরা কথাই বলতে পারে না, বললেন চেয়ারপার্সন, ভারত মহিলাদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ! সমীক্ষা রিপোর্ট প্রত্যাখ্যান জাতীয় মহিলা কমিশনের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/06/26184559/rekha-sharma.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ভারত মহিলাদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ, টমসন রয়টার্স ফাউন্ডেশনের এই সমীক্ষা রিপোর্ট প্রত্যাখ্যান করল জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লু)। মহিলা সংক্রান্ত ইস্যুর ওপর প্রায় ৫৫০ বিশেষজ্ঞের মতামত সার্ভে করে ফাউন্ডেশন ভারতকে এই তকমা দিয়েছে। যৌন হিংসার ঝুঁকির মাত্রা বেশি হওয়ার মাপকাঠিতে ভারতের পরই তালিকায় রাখা হয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ও সিরিয়াকে।
কিন্তু জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার দাবি, সমীক্ষার নমুনার সাইজ ছোট, তা দিয়ে গোটা দেশের ছবি পাওয়া সম্ভব নয়। বিশেষ কোনও দেশের নাম না করে তিনি বলেন, ভারতে মহিলারা বিভিন্ন সমস্যার ব্যাপারে দারুণ সচেতন এবং কোনওভাবেই এমন সমীক্ষায় আমাদের এক নম্বরে আসার কথা নয়। যে দেশগুলি ভারতের পরে রয়েছে, সেখানে মহিলারা প্রকাশ্যে কথাই বলতে পারেন না।
অনলাইনে, ফোনে ও সরাসরি সাক্ষাতের মাধ্যমে ২৬ মার্চ থেকে ৪ মে-র মধ্যে ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, দক্ষিণ পূর্ব এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় দেশগুলিতে চালানো হয় ওই সমীক্ষা।
২০১১ সালেও একটি সমীক্ষা করা হয়েছিল যাতে আফগানিস্তান, কঙ্গো, পাকিস্তান, ভারত ও সোমালিয়াতকে মেয়েদের জন্য সবচেয়ে বিপজ্জনক বলা হয়েছিল।
এবারের সমীক্ষায় জানতে চাওয়া হয়েছিল, রাষ্ট্রপুঞ্জের ১৩৯ সদস্য দেশের মধ্যে কোন ৫টি দেশে মহিলাদের সবচেয়ে বেশি বিপদ হতে পারে, কোন দেশটি স্বাস্থ্য পরিষেবা, আর্থিক সম্পদ, সাংস্কৃতিক বা প্রথাগত রীতি, যৌন হিংসা ও হয়রানি, যৌনতা বাদে হিংসা ও মানব পাচারের মাপকাঠিতে সবচেয়ে খারাপ।
ফাউন্ডেশন বিবৃতিতে বলেছে, যৌন ক্রীতদাস করে রাখা, মানব পাচার, জোর করে বিয়ে দেওয়া, পাথর ছুঁড়ে মারা, কন্যাভ্রুণ হত্যার মতো চিরাচরিত প্রথার বিচারেও ভারতকে মহিলাদের জন্য সবচেয়ে বিপজ্জনক বলে জানানো হয়েছে সমীক্ষায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)