এক্সপ্লোর
স্কুলের ওয়াশরুমে শিক্ষিকাকে আটকে দিল পড়ুয়া

নয়াদিল্লি: রাজধানীর একটি স্কুলে চাঞ্চল্যকর ঘটনা। বিবেক বিহারের সর্বোদয় বিদ্যালয়ে এক শিক্ষিকাকে ওয়াশরুমে বন্ধ করে অশ্রাব্য গালিগালাজ করল এক পড়ুয়া। পুলিশ সূত্রে এ কথা জানানো হয়েছে। স্কুলে দুটি শিফ্ট রয়েছে। স্কুলের এক আধিকারিক জানিয়েছেন, স্কুলের দ্বিতীয় শিফ্টের এক পড়ুয়া প্রথম শিফ্টের শিক্ষিকাকে ওয়াশরুমে আটকে দিয়ে অভব্য ভাষা ব্যবহার করে। জানা গেছে, ওই শিক্ষিকা প্রথমে দরজা খুলে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু তাতে কর্ণপাত না করে ওই পড়ুয়া গালি দিতে শুরু করে। শিক্ষিকা চিত্কার-চেঁচামেচি শুরু করলে ওই পড়ুয়া পালিয়ে দেয়। পরে স্কুল কর্তৃপক্ষ দরজা খুলে শিক্ষিকাকে বের করে আনে। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ থানায় এফআইআর দায়ের করেছে। ওই ছাত্রকে এখনও শনাক্ত করা যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত হবে এবং স্কুলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















