এক্সপ্লোর
শাশুড়ি মোবাইল ব্যবহার করতে দিচ্ছেন না, রাগের চোটে খুন করে বসলেন নববধূ

হরিয়ানা: দজ্জাল শাশুড়ি সব সময় খিটখিট করেন। মোবাইলও ব্যবহার করতে দেন না। জেরবার নববধূ রাগ সামলাতে না পেরে খুনই করে বসলেন শাশুড়িকে। হরিয়ানার ভিওয়ানি জেলার এই ঘটনায় স্তম্ভিত গোটা এলাকা। অভিযুক্তের নাম সুরেখা। শুক্রবার শাশুড়ি ফুলবতীকে তিনি লোহার রড দিয়ে পিটিয়ে খুন করেন বলে অভিযোগ। সে সময় বাড়িতে আর কেউ ছিল না। পরে ফিরে এসে সুরেখার শ্বশুর দেখেন, স্ত্রী ফুলবতী রক্তে ভাসছেন আর বাড়ির দরজার সামনে নববধূ সুরেখা অজ্ঞান অবস্থায় পড়ে। ফুলবতীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে সুরেখা ডাকাতির গল্প ফেঁদেছিলেন। বলেছিলেন, দু’জন মুখোশধারী বাড়িতে ঢুকে তাঁর ও তাঁর শাশুড়ির ওপর হামলা চালিয়েছে। কিন্তু পুলিশের সন্দেহ হওয়ায় তদন্ত শুরু করে তারা। চাপের মুখে সুরেখা স্বীকার করেন, শাশুড়ির ক্রমাগত খিটখিটানি আর মোবাইল নিয়ে ঝামেলার চোটে রাগের মাথায় খুন করে বসেছেন তিনি। সুরেখাকে গ্রেফতার করা হয়েছে। আপাতত তিনি পুলিশ হেফাজতে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















