জাকির নায়েকের বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা এনআইএ আদালতের
![জাকির নায়েকের বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা এনআইএ আদালতের Nia Court Issues Non Bailable Warrant Against Zakir Naik জাকির নায়েকের বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা এনআইএ আদালতের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/07/15132637/09-Zakir-Naik-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: এবার একটি সন্ত্রাস মামলায় বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েকের বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল বিশেষ এনআইএ আদালত।
বাংলাদেশে জঙ্গি হামলার প্রেক্ষিতে জাকিরের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ রোধ আইনের (ইউএপিএ) বিভিন্ন ধারায় মামলা দাখিল করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ।
এদিন আদালতকে এনআইএ জানায়, তিনবার সমন পাঠানো সত্ত্বেও জাকির নায়েক হাজিরা দেয়নি। এখন ইন্টারপোলের সাহায্য নিয়েই তাকে দেশে ফেরত আনতে হবে। এরপরই পরোয়ানা জারি করেন বিশেষ বিচারক ভি ভি পাতিল।
গত সপ্তাহে জাকির নায়েকের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দায়ের করা একটি আর্থিক তছরুপ মামলায় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আরেকটি আদালত।
প্রসঙ্গত, গত বছর ঢাকায় জঙ্গি হামলার সঙ্গে উঠে আসে জাকির নায়েকের নাম। তারপরই ভারত ছেড়ে পালিয়ে যায় ৫১ বছরের নায়েক। গোয়েন্দারা জানিয়েছেন, সম্ভবত জাকির আরব আমিরশাহিতে রয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)