এক্সপ্লোর
Advertisement
একদিনে আমদাবাদের সরকারি হাসপাতালে একসঙ্গে ৯ সদ্যোজাতের মৃত্যু
আমদাবাদ: ২৪ ঘণ্টায় আমদাবাদের সরকারি হাসপাতালে ৯ সদ্যোজাতের মৃত্যু। সূত্রের খবর, ৯ জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় পাঁচ সদ্যোজাতকে অন্য সরকারি হাসপাতাল থেকে আমদাবাদের এই সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। শনিবারই ৯ শিশুর একসঙ্গে আমদাবাদের ওই সরকারি হাসপাতালে আইসিইউতে মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে খবর, ৯টি সদ্যোজাতের মধ্যে পাঁচটি শিশু এসেছিল গুজরাতের লুনাওয়াড়া, সুরেন্দ্রনগর, গাঁধীনগরের মানসা, ভিরামগাম এবং সবরকন্ঠ জেলার হিম্মতনগর থেকে। আর চার সদ্যোজাতের জন্ম আমদাবাদের ওই সরকারি হাসপাতালেই হয়। আমদাবাদের ওই হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট এম.এম প্রভাকরের দাবি, নটি শিশুরই ওজন কম ছিল। প্রত্যেকেরই অবস্থা আশঙ্কাজনক ছিল। সুপারিন্টেন্ডেন্ট জানিয়েছেন, লুনাওয়াড়া থেকে যে সদ্যোজাতকে আনা হয়, তার ওজন মাত্র ১.১ কেজি ছিল। ১৩০ কিমি দূরে আমদাবাদের এই হাসপাতালে না এনে কাছাকাছি কোনও হাসপাতালে নিয়ে যাওয়া উচিত ছিল ওই সদ্যোজাতকে পরিবারের সদস্যদের।
যদিও অপর এক সূত্রের দাবি, হাসপাতালে পর্যাপ্ত চিকিতসক সেই সময় উপস্থিত ছিল না। সেই অভিযোগ অস্বীকার করেছেন সুপারিন্টেন্ডেন্ট। তাঁর দাবি, শনিবার হাসপাতালের নিওন্যাটাল কেয়ারে সমস্ত ডাক্তার এবং নার্সরাই উপস্থিত ছিলেন। জন্মগত সমস্যা থাকার কারণেই সদ্যোজাতের মৃত্যু হয়েছে, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement