এক্সপ্লোর
Advertisement
নির্ভয়ার সেই নাবালক ধর্ষকের জেহাদি-যোগের সতর্কবার্তা গোয়েন্দাদের
নয়াদিল্লি: ২০১২-র ডিসেম্বরে দিল্লির কুখ্যাত গণধর্ষণ ও খুনের ঘটনায় যুক্ত সেই নাবালক অপরাধী ফের পুলিশের ঘুম কেড়েছে। এবার তার জিহাদি-যোগ নিয়ে নতুন করে সতর্ক-বার্তা জারি করল ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে একথা জানানো হয়েছে। যখন অপরাধ সংঘটিত হয়, তখন সে নাবালক ছিল। সেই অনুযায়ী জুভেনাইল ল বোর্ড তাকে মাত্র তিন বছর হোমে রাখার নির্দেশ দিয়েছিল। তিন বছরের সেই মেয়াদ শেষে গত বছরের ডিসেম্বরে ছাড়া পেয়েছিল সে।
বর্তমানে ওই অপরাধীর বয়স ২১। উত্তরপ্রদেশের বদাউন জেলায় তার বাড়ি। তার ওপর কড়া নজর রাখার জন্য জেলা কর্তপক্ষকে পরামর্শ দেওয়া হয়েছে বলে সূত্র উল্লেখ করে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।
নির্ভয়া ধর্ষণে অভিযুক্ত বর্তমানে কোথায় থাকে, সে সম্পর্কে অবশ্য কোনও তথ্য জানা যায়নি। এক গোয়েন্দা আধিকারিক জানিয়েছেন, সম্প্রতি তার কিছু গতিবিধি নজরে এসেছে এবং এ বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ডিসেম্বরে ওই ব্যক্তিকে ছাড়ার আগেই আইবি নাবালক হোমের এক কাশ্মীরী বন্দির সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টি সম্পর্কে সতর্ক করেছিল। ওই কাশ্মীরী বন্দি ২০১১-র দিল্লি হাইকোর্ট চত্বরে বিস্ফোরণের ঘটনায় যুক্ত ছিল। দুজনেই প্রায় এক বছর একই রুমে থাকত। ওই কাশ্মীরী বন্দী নির্ভয়া-কাণ্ডের অন্যতম দোষীর মধ্যে জেহাদি মনোভাব গড়ে তুলতে সাহায্য করেছিল বলে অভিযোগ।
উল্লেখ্য, নির্ভয়া-কাণ্ডের দোষীর মুক্তির বিরুদ্ধে রাজধানীতে বিক্ষোভ দেখিয়েছিলেন অসংখ্য মানুষ।মুক্তি রদের আর্জি জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলাও হয়েছিল। কিন্তু সেই আর্জি খারিজ হয়ে যায়।
ধর্ষণের মামলায় দোষীর ছাড়া পাওয়ার আগে আইবি তাদের রিপোর্টে জানিয়েছিল, হোমে কাশ্মীরী সহবন্দি কাশ্মীরের জেহাদে যোগদানের ব্যাপারে তার মগজ ধোলাই করেছে। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ অনুযায়ী, চরমপন্থা থেকে সরিয়ে আনার লক্ষ্যে তার কাউন্সেলিংও করা হয়েছিল।
এবার অপরাধীর জিহাদি-যোগ নিয়ে নতুন করে সতর্কবার্তা জারি করেছে আইবি। বদাউনের সিনিয়র পুলিশ সুপার সুনীল সাক্সেনা এ বিষয়ে বলেছেন, নির্দিষ্ট কোনও তথ্য পাওয়া না গেলেও যে ধরনের সাহায্য প্রয়োজন হবে তা দেওয়া হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement