এক্সপ্লোর
Advertisement
দেশ ছেড়ে পালিয়েছেন স্বঘোষিত গডম্যান নিত্যানন্দ, দাবি পুলিশের
অপহরণ ও আহমেদাবাদের আশ্রমে শিশুদের অবৈধভাবে আটকে রাখার ঘটনায় অভিযোগে স্বঘোষিত বিতর্কিত গডম্যান নিত্যানন্দ দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন বলে আধিকারিকদের উদ্ধৃত করে জানিয়েছ সংবাদসংস্থা।গুজরাত পুলিশ নিত্যানন্দের বিরুদ্ধে অকাট্য প্রমাণ সংগ্রহের জন্য দুই শিষ্যকে হেফাজতে নেয়।
আমদাবাদ: অপহরণ ও আমদাবাদের আশ্রমে শিশুদের অবৈধভাবে আটকে রাখার অভিযোগে স্বঘোষিত বিতর্কিত গডম্যান নিত্যানন্দ দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন বলে আধিকারিকদের উদ্ধৃত করে জানিয়েছে সংবাদসংস্থা।গুজরাত পুলিশ নিত্যানন্দের বিরুদ্ধে অকাট্য প্রমাণ সংগ্রহের জন্য দুই শিষ্যকে হেফাজতে নেয়। এর পরের দিন নিত্যানন্দর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবর সামনে এসেছে। বেঙ্গালুরুর এক দম্পতি তাঁদের দুই কন্যাকে নিত্যানন্দের আশ্রমে আটকে রাখার অভিযোগ জানিয়ে গুজরাত হাইকোর্টে পিটিশন দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত বুধবার নিত্যানন্দ ও রাজ্য সরকারকে নোটিশ জারি করে।
বুধবার নিত্যানন্দের বিরুদ্ধে শিশুদের অপহরণ করে তাঁর যোগিনী সর্বজ্ঞপীঠম আশ্রমে ভক্তদের কাছ থেকে অনুদান সংগ্রহের কাজে লাগাতে আশ্রমে আটকে রাখার অভিযোগ করা হয়েছে। এই অভিযোগে গত বুধবার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।
নিত্যানন্দ এখন ত্রিনিদাদ ও টোব্যাগোতে রয়েছেন বলে যে খবর এসেছে সে ব্যাপারে বিদেশমন্ত্রক কোনও তথ্য থাকার বা তাঁর প্রত্যর্পণের অনুরোধের কথা অস্বীকার করেছে। বিদেশমন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছে, আমাদের কাছে গুজরাত পুলিশ বা স্বরাষ্ট্রমন্ত্রকের কাছ থেকে কোনও আনুষ্ঠানিক তথ্য আসেনি। আর প্রত্যর্পণের অনুরোধের জন্য একটা স্থান ও সংশ্লিষ্ট ব্যক্তির নাগরিকত্ব সংক্রান্ত বিস্তারিত তথ্যের প্রয়োজন। তাঁর সম্পর্কে আমাদের কাছে এমন কোনও তথ্য নেই।
আহমেদাবাদের এক পুলিশ আধিকারিক আরভি আসারি বলেছেন, নিত্যানন্দ বিদেশে রয়েছেন। প্রয়োজনে গুজরাত পুলিশ নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে তাঁকে হেফাজতে চাইবে। কর্ণাটকে তাঁর বিরুদ্ধে একটি ধর্ষণের অভিযোগ দায়েরের পর নিত্যানন্দ দেশ ছাড়েন। এখানে তাঁকে খোঁজা সময়ের অপচয় বলে মন্তব্য করেছে পুলিশ।
নিত্যানন্দের দুই শিষ্যকে গত মঙ্গলবার অপহরণ, বেআইনিভাবে আটকে রাখা ও নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, আশ্রমে উদ্ধার ৯ ও ১০ বছরের শিশু পুলিশকে জানায় যে, তাদের অত্যাচার করা হয়েছে, কাজ করতে বাধ্য করা হয়েছে এবং শহরের একটি ফ্ল্যাটে ১০ দিন ধরে আটকে রাখা হয়েছিল। এরপরই ওই দুই শিষ্যকে গ্রেফতার করা হয়।
একইধরনের অভিযোগ করেছিল আরও দুই শিশু। তাদের বাবা-মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের উদ্ধার করা হয়েছিল। এক ব্যক্তি তাঁর মেয়ে নিত্যানন্দের আশ্রম থেকে নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ করেছেন। এই ঘটনারও তদন্ত হচ্ছে বলে আর এক পুলিশ অফিসার কেটি কামারিয়া জানিয়েছেন।
নিত্যানন্দ যথেষ্ট হাইপ্রোফাইল। ভক্তদের কাছ থেকে মহার্ঘ সোনা ও গহনা উপহার নেন তিনি। কর্নাটকে ধর্ষণের মামলায় অভিযুক্ত নিত্যানন্দ হামেশাই চটকদারির জন্য নজর কাড়েন। ২০১৮-র জুনে কর্নাটকের একটি আদালত ধর্ষণের মামলায় নিত্যানন্দের বিরুদ্ধে চার্জগঠন করেছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement