এবার দেশব্যাপী মদ নিষিদ্ধ করার ডাক নীতীশের
নয়াদিল্লি: বিহারের পর এবার দেশব্যাপী মদ নিষিদ্ধ করার জোরাল সওয়াল করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মদের কুপ্রভাব নিয়ে জনমানসে সচেতনতা বৃদ্ধি করতে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি।
মদ নিষিদ্ধ করার বিষয়ে এদিন কংগ্রেস ও বামেদের তীব্র আক্রমণ করেন বিহারের মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন, কেন বিরোধীরা মদ নিষিদ্ধ করার বিষয়ে প্রচার করেন না? জেডিইউ সভাপতি বলেন, যদি গুজরাত, বিহারে মদ নিষিদ্ধ হতে পারে, তাহলে গোটা দেশে কেন হবে না?
নীতীশ স্মরণ করিয়ে দেন, সব ধর্মে মদসেবনের সমালোচনা করা হয়েছে। তাঁর মতে, এখন দেশের সর্বত্র যদি মদ নিষিদ্ধ করা হয়, তাহলে তা সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থক উদাহরণ হবে। একইসঙ্গে, এর মাধ্যমে সব ধর্মকে সম্মান জানানোও সম্ভব হবে।
বিহারের মুখ্যমন্ত্রীর মতে, মদ বন্ধ হলে, বহু অপরাধও বন্ধ হবে। অপরাধের হার কমবে। দুর্ঘটনা ও বিভিন্ন রোগও হ্রাস পাবে। প্রসঙ্গত, ২০১৬ সালে বিহারে মদ নিষিদ্ধ করেন মুখ্যমন্ত্রী নীতীশ।