মিড ডে মিলে আপাতত আধার নয়, চাপের মুখে সিদ্ধান্ত বদল কেন্দ্রের
নয়াদিল্লি: প্রবল চাপের মুখে মিড-ডে মিলে আধার বাধ্যতামূলক করার ইস্যুতে পিছু হঠল কেন্দ্র।
মঙ্গলবার, কেন্দ্রীয় সরকারের তরফে এক বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়, আধার কার্ড না থাকলে, কোনও সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে না। অর্থাৎ, যাঁদের এখনও আধার কার্ড নেই, তাঁরা অন্য বৈধ পরিচয়পত্র দেখিয়ে যে কোনও সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারবেন।
কেন্দ্র বিবৃতিতে বলা হয়েছে, আপাতত বিকল্প কোনও পদ্ধতির সাহায্যে উপভোক্তাকে সনাক্ত করে তাঁকে সুবিধা দেওয়া হবে। যতক্ষণ না দেশের প্রতিটি মানুষের কাছে আধার কার্ড পৌঁছচ্ছে, ততক্ষণ এই ব্যবস্থা চালু থাকবে।
পাশাপাশি, দেশের সর্বত্র আধার কার্ডের ব্যবস্থা দ্রুত সম্পন্ন করতেও বাড়তি উদ্যোগ নিচ্ছে কেন্দ্র। বিবৃতি বলা হয়েছে, নিজ নিজ উপভোক্তার আধার নথিভূক্তিকরণের জন্য সব বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্নীতিদমন ও জালিয়াতি রুখতে আধারের উপকারিতা ও সাফল্যকে মাথায় রেখে সম্প্রতি সরকার বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পে আধারকে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয়।
এই প্রেক্ষিতে, কেন্দ্রের সাহায্যপ্রাপ্ত স্কুলে খুদে পড়ুয়াদের মিড ডে মিলের ক্ষেত্রেও আধার বাধ্যতামূলক করা হয়। এরপরই বিরোধীরা প্রবল আপত্তি তোলে। তাদের দাবি, শিশুদের ওপর আধার চাপিয়ে দেওয়া ঠিক নয়।