এক্সপ্লোর
Advertisement
মেঘালয়ে গোমাংস নিষিদ্ধ হচ্ছে না, জানাল বিজেপি
শিলং: কেন্দ্রীয় সরকার মেঘালয়ে গোমাংস নিষিদ্ধ করেনি বলে জানালেন রাজ্য বিজেপি সভাপতি শিবুন লিংডো। তাঁর দাবি, গত ২৩ মে জারি করা নির্দেশিকায় মাংসের বাজার চালানোর নিয়ম এবং বাজারে নিয়ে আসা প্রাণীদের সঙ্গে কী ধরনের আচরণ করতে হবে সেটা বলা হয়েছিল। শিবুনের আরও দাবি, আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা তোলার জন্যই মানুষকে ভুল বোঝাচ্ছে কংগ্রেস।
বিজেপি মুখপাত্র জে এ লিংডোও এক বিবৃতিতে বলেছেন, দলের পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে গোমাংসের উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে না। মাংসের বিষয়টি রাজ্যের এক্তিয়ারভূক্ত। রাজ্যই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। গোমাংস নিষিদ্ধ করার কথা সংবিধানে বলা নেই। তাছাড়া গোমাংস নিষিদ্ধ করা হলে অর্থনীতির উপরেও তার প্রভাব পড়বে।
গোমাংস নিষিদ্ধ করার বিষয়টি নিয়ে বিরোধী দলগুলির আক্রমণের মুখে পড়েছে কেন্দ্রের শাসক দল বিজেপি। মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সম্প্রতি বলেছেন, গোমাংস নিষিদ্ধ করা হলে রাজ্যের অর্থনীতির ক্ষতি হবে। মানুষের খাদ্যাভ্যাসের উপরেও হস্তক্ষেপ করা হবে। তাই গোমাংস নিষিদ্ধ করা নিয়ে কেন্দ্রের নির্দেশিকা প্রত্যাহার করা উচিত। সাংমার এই আক্রমণের জবাবে বিজেপি মুখপাত্র পাল্টা বলেছেন, বিজেপি-র বিরুদ্ধে লড়াই করতে গিয়ে দিশাহারা হয়ে পড়েছে কংগ্রেস। সেই কারণেই বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা তোলার জন্য মানুষকে বিপথে চালিত করছেন সাংমা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement