এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ আপত্তি জানালেও, উত্তরপ্রদেশ, গোয়ায় মুক্তি পাচ্ছে পদ্মাবৎ
নয়াদিল্লি: বিজেপি-শাসিত রাজস্থান, গুজরাত ও মধ্যপ্রদেশে মুক্তি পাচ্ছে না সঞ্জয় লীলা বনশালির ছবি পদ্মাবৎ। কিন্তু উল্টো পথে হাঁটল উত্তরপ্রদেশ ও গোয়া সরকার। দুই রাজ্যের সরকারই জানিয়ে দিয়েছে, সেখানে মুক্তি পাবে এই ছবি। উত্তরপ্রদেশ সরকার সূত্রে খবর, সেন্সর বোর্ডের পরামর্শ মেনে ছবিটিতে কিছু বদল করা হয়েছে। তাই এখন আর আপত্তির কিছু থাকতে পারে না। একইভাবে গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরও বলেছেন, সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পর ছবিটি নিয়ে আপত্তি জানানোর কোনও মানে হয় না।
সেন্সর বোর্ড ছাড়পত্র দিলেও, শ্রী রাজপুত করণী সেনা এখনও ছবিটির মুক্তি আটকে দেওয়ার হুমকি দিয়ে চলেছে। রাজস্থানের বসুন্ধরা রাজে সরকার জানিয়ে দিয়েছে, রাজ্যের কোনও সিনেমা হলেই দেখানো হবে না পদ্মাবৎ। গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি বলেছেন, বিধানসভা নির্বাচনের আগে ছবিটির মুক্তির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়নি। তাই রাজ্যে ছবিটি মুক্তি পাওয়ার কোনও প্রশ্নই নেই। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানও বলেছেন, পদ্মাবতের বিষয়ে তাঁর মনোভাব বদলায়নি। তাঁর রাজ্যে ছবিটি মুক্তি পাবে না। বিহারে ছবিটি মুক্তি পাবে কি না, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি বিজেপি-র জোটসঙ্গী জেডিইউ। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এর আগে বলেছিলেন, মানুষের সমস্যার কথা ভাবা উচিত বনশালির। তবে সেন্সর বোর্ড ছবিটিকে ছাড়পত্র দেওয়ার পর এ বিষয়ে কিছু জানায়নি বিহার সরকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement